CM Yogi Adityanath on Bangladeshবাংলাদেশে জিন্নাহ্-র আত্মা ,বাবরের জিন ঘুরে বেড়াচ্ছে : যোগী আদিত্যনাথ

0
96

দেশের সময় ওয়েবডেস্ক: পাকিস্তানের জনক মহম্মদ আলি জিন্নাহ্-র আত্মা এখনও বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। বৃহস্পতিবারের মতো একই সুরে শুক্রবারও পড়শি দেশে হিন্দুদের উপর হামলা-নির্যাতনের বিরুদ্ধে কড়া কথা শুনিয়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর হামলা হচ্ছে। তাঁদের বাড়ি-ঘরদোর লুটপাট করে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কেন এ ধরনের ঘটনা আবার সামনে আসছে? মনে রাখবেন বাংলাদেশে এখনও জিন্নাহ্-র আত্মা ঘুরে বেড়াচ্ছে। নির্যাতন চলবেই।

লখনউয়ে এক অনুষ্ঠানে যোগী বলেন, ১৯৪৭ সালে দেশভাগের মধ্য দিয়ে এই অরাজকতার মুখোমুখি হতে হয়েছিল। যার কুৎসিত মুখ এখনও আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। বৃহস্পতিবারও আদিত্যনাথ একইভাবে হিন্দু নির্যাতন নিয়ে বাংলাদেশের ইসলামি কট্টরপন্থীদের কাঠগড়ায় দাঁড় করান।

যোগী বলেন, ৫০০ বছর আগে যেভাবে অযোধ্যা মন্দির ভাঙা হয়েছিল, সম্ভলে যে হিংসাত্মক আচরণ চলেছে, বর্তমানে বাংলাদেশে সেই একই ঘটনা ঘটে চলেছে। তিনটি ঘটনারই পিছনে একটাই জিন কাজ করে চলেছে। অযোধ্যার রামকথা উদ্যানে রামায়ণ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগী আরও বলেছিলেন, মনে রাখবেন বাবরের সৈন্যসামন্তরাই ৫০০ বছর আগে রামমন্দির ভেঙেছিল। একই ঘটনা ঘটেছে সম্ভলে। আর এখন ঘটে চলেছে বাংলাদেশে।

যে লোকগুলো এদেশের ঐক্য-সংহতিতে বিভাজন ছড়িয়েছে, তাদের উত্তরসূরিরা এখনও আছে। তারাই জাতের নামে সমাজে অশান্তি চালিয়ে যাচ্ছে। প্রতিবেশী দেশে আমাদের শত্রুরা কী করে চলেছে দেখুন! অযোধ্যা, সম্ভল ও বাংলাদেশে অশান্তি সৃষ্টিকারীদের জিন একই। কোনও ভ্রমে থাকবেন না। তাদের শক্তি এখানেও একই ঘটনা ঘটাতে পারে। আমাদের কেটে রক্তাক্ত করার জন্য ওরা পুরোপুরি তৈরি হয়ে আছে, বলেন যোগী আদিত্যনাথ।

Previous articleBangladesh Newsবাংলাদেশের পাঠ্যবইয়ে এবার মুজিব বাদ!
Next articleBorder of Bangladesh তুর্কির তৈরি ড্রোনে নজরদারি বাংলাদেশের! উত্তেজনা বাড়ছে সীমান্তে! হাইএলার্ট ভারতের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here