Christmas Day : ব্যতিক্রমী বড়দিন, রাজ্যের প্রথম রূপান্তরকামী মহিলা আইনজীবী মেঘ সায়ন্তন ঘোষ সান্তাক্লজ সেজে উপহার তুলে দিলেন শিশুদের হাতে

0
207


শম্পা গুহ মজুমদার, কলকাতা : অলক ফাউন্ডেশন ও দক্ষিণ হাওড়া মুক্তধারা সংগঠন ২৫শে ডিসেম্বর আয়োজন করলেন “ব্যতিক্রমী বড়দিন”, উত্তর কলকাতার নীলমণি মিত্র স্ট্রিটে অবস্থিত ডক্টর স্মরজিৎ জানা সভাঘরে।

এদিন দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত এই অনুষ্ঠানে ছোট ছোট ক্যান্সার আক্রান্ত শিশুরা ও ‘আমরা পদাতিক’ সংগঠন (যৌনকর্মী দিদিদের সন্তানদের) হাতে সান্তাক্লজ সেজে উপহার তুলে দিলেন রাজ্যের প্রথম রূপান্তরকামী মহিলা আইনজীবী মেঘ সায়ন্তন ঘোষ। রাজ্যে এই প্রথমবার এত সুন্দর একটা অভিনব অনুষ্ঠানে থাকছে ছোট ছোট শিশুদের নাচ ও গান।

বিশেষ সম্মানিত অতিথিবৃন্দ মধ্যে ছিলেন শ্রীমতী ডঃ তানিয়া দাশ (বৈজ্ঞানিক/সঙ্গীতশিল্পী), শ্রীমতী সৌমি ভট্টাচার্য, শ্রীমতী শান্তি দাস (IPS Officer Kolkata), দেবযানী ঘোষ (আইনজীবী/সমাজবন্ধু) এবং আরো বিশিষ্ট অতিথিবৃন্দ। ক্রিসমাসের পুন্যদিনে বাচ্চাদের আনন্দ কলরবে সভাগৃহ পরিপূর্ণ হয়ে উঠেছে। ক্যান্সার জয়ী সুচরিতার লড়াইয়ের গল্প মন ছুঁয়ে যায়। দক্ষিণ হাওড়া মুক্তধারার জয়দীপ দে, দুর্বার ও পদাতিকের মহাশ্বেতা মুখার্জী, রতন দুলুই ও অলক ফাউন্ডেশনের দেবযানী ঘোষের হাত ধরে ফুলের মতন নিষ্পাপ শিশুরা ওদের জীবনের লড়াইয়ে এগিয়ে চলুক।

Previous articleChristmas 2023 : দেশজুড়ে পালিত ক্রিসমাস, বাংলা ও বাঙালির বড়দিন
Next articleWeather Update: পিছু হঠছে শীত, ডিসেম্বরে গরম পড়বে কলকাতায়?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here