CHILDREN’S DAY 2022: শিশু দিবসে দেওয়াল অঙ্কনে পরিবেশ রক্ষার বার্তা দিল আশোকনগর

0
857

দেশের সময়, অশোকনগর: করোনা কালে শিশুরা দীর্ঘদিন ঘরবন্দি হয়ে পড়েছিল ৷ সমবয়েসীদের সঙ্গে খেলার সুযোগও তেমন ছিল না তাঁদের, ফলে চাপ বেড়েছিল শিশুমনের ওপর। তাই সেই সব শিশুদের কথা মাথায় রেখে এ বছর ১৪ নভেম্বর সোমবার আন্তর্জাতিক শিশু দিবস ও জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে দেওয়াল অঙ্কনের আয়োজন করল উত্তর ২৪ পরগনার  অশোকনগর -কল্যাণগড় শিশু উৎসব কমিটি৷

শিশু উৎসব কমিটির পক্ষে মনীষী নন্দী, রণজিৎ ভট্টাচার্য্য, বিজনরতন ভট্টাচার্য্য, সমীর রঞ্জন দত্ত, হরিদাস কর, বিক্রমদাস সহ তনয় মজুমদার – রা জানান , শিশুদের দেওয়াল অঙ্কনে পরিবেশ রক্ষা করার বার্তার মধ্য দিয়ে ২২ তম বর্ষ শিশু উৎসবের উদ্বোধন হল এদিন সকাল ১০ টায় অশোকনগর কল্যাণগড় কচুয়া মোড়ে ।

অশোকনগর কল্যাণগড় শিশু উৎসব কমিটির উদ্যোগে শিশু দিবস পালিত হল মহা সমারোহে । উৎসব কমিটির পক্ষে তনয় মজুমার বলেন ২২ বছর এ পা দিল তাঁদের শিশু উৎসব উদযাপন৷ চলবে আগামী ৮ ফেব্রুয়ারী (২০২৩)পর্যন্ত৷ এদিন অনুষ্ঠানে ১৭৫ জন শিশু যোগদান করেন৷

Previous articlePM Narendra Modi: এবার জি-২০র নেতৃৃত্ব দেবে ভারত!সম্মেলনে যোগ দিতে তিনদিনের ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন মোদী ! জানালেন বিদেশ সচিব বিনয় কাত্রা
Next articleLASHKAR MILITANT IN CALCUTTA HIGH COURT: ফাঁসির সাজা দিয়েছিল বনগাঁ আদালত,লস্কর জঙ্গি নঈম-এর মৃত্যুদণ্ডের নির্দেশ খারিজ করে দিল হাইকোর্ট!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here