দেশের সময়: শুক্রবার সাতসকালে দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিশোদিয়ার বাড়িতে হানা দিল সিবিআই। এক্সাইজ দুর্নীতি মামলায় এদিন সকাল থেকে দিল্লির ২০টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা। এই সূত্রেই সিবিআই আধিকারিকরা পৌঁছে যান দিল্লির উপ মুখ্যমন্ত্রীর বাড়িতেও।
এনিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, ভাল কাজের জন্য এদিনই আমেরিকার সংবাদপত্রে সিশোদিয়ার ছবি বেরিয়েছে। আর তার পরই সিবিআই তাঁর বাড়িতে হানা দিয়েছে। যদিও এসব করে কিছু হবে না। আগেও সিবিআই অভিযান হয়েছে। সিশোদিয়ার বাড়ি থেকে কিছু পাওয়া যায়নি।
এবারও যাবে না। সিবিআই অভিযান নিয়ে ট্যুইট করে চরম অসন্তোষ প্রকাশ করেছেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী। বলেছেন, গোটা দেশেই একই অবস্থা। যাঁরা ভাল কাজ করছেন, তাঁদেরকেই এভাবেই হেনস্তা করা হচ্ছে। আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমার বাড়িতে সিবিআই এসেছে। কিন্তু আমরা সৎ। আমরা ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়ার কাজ করছি। কিন্তু দুর্ভাগ্য হল সেটা আমাদের দেশ বুঝতে পারছে না। তাই ভাল কাজ করতে গিয়ে বারবার এভাবে বাধার মুখে পড়তে হচ্ছে।
একারণেই আমাদের দেশ এগিয়ে যেতে পারছে না। এক নম্বর হতে পারছে না বিশ্বে। প্রসঙ্গত, সিশোদিয়া দিল্লির শিক্ষামন্ত্রীও বটে। নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়ে বর্তমানে জেল হেফাজতে।
এবার দিল্লির উপ মুখ্যমন্ত্রী তথা দিল্লির শিক্ষামন্ত্রীর বাড়িতে সিবিআই হানা দেওয়ায় তুমুল আলোড়ন ছড়িয়েছে। যদিও সিবিআই অভিযান নিয়ে মোটেই তিনি ঘাবড়াচ্ছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন সিশোদিয়া। বলেছেন, আমরা সিবিআইকে স্বাগত জানিয়েছি। তদন্তে তাদের সবরকমভাবে সাহায্য করা হবে। আশাকরি, শীঘ্রই প্রকৃত সত্য সামনে আসবে।
এখনও পর্যন্ত অনেক মামলায় জড়ানো হয়েছে। কিন্তু কোথাও আমার বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি। এবারও পাওয়া যাবে না, হলফ করে বলতে পারি। ভাল শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করে যাচ্ছি। আমার সেই কাজ কখনওই বন্ধ হবে না। কিন্তু এমনটা চলতে থাকলে দিল্লির মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কারণ, দিল্লি সরকার মানুষের জন্য কাজ করছে। বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা খাতে অসাধারণ কাজ করছে এই সরকার।