CARPENTER: বনগাঁয় কাঠমিস্ত্রিদের জন্য অভিনব পিকনিকের আয়োজন করল দে ইন্টারন্যাশনাল

0
882

পিয়ালী মুখার্জী, দেশের সময়: দে ইন্টারন্যাশনাল রবিবার আয়োজন করেছিল এক অভিনব পিকনিকের। যেখানে সামিল ছিলেন প্রায় ৫০ জন ছুতোর শ্রমিক(কাঠমিস্ত্রি)। খাওয়া দাওয়ার পাশাপাশি ছিল তাদের জন্য বিশেষ উপহারের ব্যাবস্থা। এই অভিনব ভাবনার উদ্যোক্তা ছিলেন দে ইন্টারন্যাশনাল – এর কর্ণধার প্রদীপ দে।

যারা তথাকথিত সমাজে সে ভাবে মান্যতা পান না, যাদের প্রায় প্রতিটি দিন ছেনি, হাতুড়ি, করাত হাতেই দিন গুজরান হয়, তাদের প্রায় সত্তর জন কে একজায়গায় সামিল করেছে দে ইন্টারন্যাশনাল ।

সংস্থার লাভ ক্ষতির অঙ্ক না কোষে শুধু মাত্র কাজের পরিবেশ কে অক্সিজেন দিতে সেই সব ছুতোর শ্রমিকদের উৎসাহিত ও উদ্যোগী করতে, রবিবার কোভিড বিধি মেনে বনগাঁয় বিভূতিভূষণ বিএড কলেজের বোটানিক্যাল গার্ডেনে আয়োজন করা হয় এই অভিনব পিকনিক ও উপহার বিতরণ আনুষ্ঠান। স্বভাবতই আগত শ্রমিক ভাইরা ভীষণ খুশি। তাদের সেই স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উদোক্তারাও খুব খুশি।

প্রদীপবাবুর কথায় দেশে করোনাকালে বহু শ্রমিক কাজ হারিয়েছেন তাঁদের জন্য কাজের জায়গা তৈরী করে ফের মূল স্রোতে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে এবং তাঁরা আগামী দিনে এই রকম আয়োজন আরও বেশি মানুষদেরকে নিয়ে করতে চান ও কাজের পরিবেশ কে উজ্জীবিত করতে চান ।শুধু ছুতোর শ্রমিক নয়ই অন্যান্য শ্রমিক ভাইদের অনাবিল আনন্দ দেওয়াই তাঁদের উদ্দেশ্য।

Previous articleShaoli Mitra: প্রয়াত নাট্যকার শাঁওলি মিত্র, মৃত্যুর পরে ফুলের ভার নয়! শেষ ইচ্ছে মেনে দাহের পর ঘোষণা
Next articleBirju Maharaj: হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান বিরজু মহারাজের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here