চায়ের আসরে সরগরম মতুয়া মেলা

0
1055

দেশের সময়ঃ ঠাকুরনগর: লক্ষ্য লক্ষ্য পুণ্যার্থীদের ক্লান্তি দূর করতে,দিন রাত্রী অক্লান্ত পরিশ্রম করে চলেছন,সুদূর কামাক্ষার সাঁধু পানখাঁ বাবা,বুধবার ভোর থেকে উঃ২৪ পরগনার ঠাকুরনগর খেলার মাঠে,গরম চায়ের আসোর বসিয়েছেন তিনি।ভারত সহ বাংলাদেশ থেকে আসা. ,মতুয়া ভক্তদের ক্লান্তি দূর করতে,স্থানীয় ছেলেদেরকে সাথে নিয়ে লিটার ,লিটার চা তৈরী করে ভক্তদের কে খাওয়াচ্ছেন বিনা মুল্যে i পানখাঁ বাবাকে সহযোগীতা করছেন গাইঘাটা তৃণমূল কংগ্রেসের সভাপতি ধ্যানেশ নারায়ণ গুহ, ৷ ধ্যানেশ বাবু জানান, আমি নিজে মতুয়া আর এই মতুয়া মহাসংঘের কনভেনর ৷ভক্তদের পাশে থেকে তাদের সেবা করার জন্য সারাটা বছর অপেক্ষা করে থাকি এই পাঁচটা দিনের জন্য৷ জমাই বছর ভোর,সেই টাকা দিয়ে চা,চিনি, দুধ আর কিছু চাল ডাল কিনে,পুর্ণার্থীদের জন্য এই যৎ সামান্য ব্যাবস্থা করি i মন ভাল থাকে সারা বছর৷ মেলার আরেক মুখ্য সদস্য অশিষ বিশ্বাস বলেন চায়ের আসর থেকে জল ছত্র,স্বাস্থ্য শিবির সব কিছুতেই আমারা সকলে মিলে সেবা করি।মানুষের মধ্যে ঈশ্বর খুঁজি প্রতি মুহুর্তে’ i”দেশের সময়ঃ

Previous articleমতুয়া মহামেলায় ভক্তদের ভিড়ে,লকেট
Next articleডঙ্কা, কাঁসড়ের তালে সড়গড়ম মতুয়া মেলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here