দেশের সময়: করোনার জেরে দুবছর সেভাবে পুজোর আয়োজন হয়নি ৷ এবছর পরিস্থিতি স্বাভাবিক । আর তাই আয়োজনে কোনও খামতি রাখতে চাননি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা৷ প্রায় দুমাস আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল প্রস্তুতি ৷ সরস্বতী পুজোর সকালে নজর কাড়ল তাঁদের থিম ৷ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে মোট বারোটি হোস্টেল । এর মধ্যে দুটি রিসার্চ স্কলারদের৷ সবকটি হোস্টেলেই বাগদেবীর পুজোর আয়োজন করা হয়েছে ৷ নজর করছে মীরাবাঈ ছাত্রী আবাসের থিম ৷ ওই হোস্টেলের ছাত্রী রুমা জানা বললেন, আমাদের পুজোর থিম, তোমাদের হচ্ছে উন্নতি, আমাদের নেই সম্মতি ৷
আসলে এই থিমের মধ্যে দিয়ে আমরা প্রযুক্তির কুফল তুলে ধরার চেষ্টা করেছি| এখন আমরা ইন্টারনেটের যুগে বাস করছি ৷ ফোর জি থেকে 5 জি নেটওয়ার্ক হচ্ছে৷ গতির সঙ্গে ছুটতে গিয়ে আমরা পরিবেশের বন্ধু পাখিদের জীবনকে বিপন্ন করে তুলেছি ৷
এই 5 জি নেটওয়ার্কের দৌলতে পাখিরা শেষ হয়ে যাবে| তাদের জীবনে নেমে আসছে চরম বিপর্যয় ৷ ইন্টারনেটকে সঙ্গী করে গতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে আমরা যে প্রকৃতি ও পরিবেশের কতটা ক্ষতি করে ফেলছি, সেটাই আমাদের থিম ৷ রুমার কথায় প্রতিটি হোস্টেলই নিজেদের মতো করে থিম তুলে ধরেছে। আমাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা আছে ঠিকই, কিন্তু আমরা সবাই চাই,আমরা থিমের মধ্যে দিয়ে যে বার্তা দিয়ে চেয়েছি তার ফলে মানুষের মধ্যে সচেতনতা ফিরুক৷ তাহলেই আমাদের সফলতা ৷
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চিত্তরঞ্জন হোস্টেল তাদের থিম হিসেবে তুলে ধরেছে স্বাধীন পাখি ৷ অর্থাৎ তারা বলতে চেয়েছে, পাখিকে মুক্ত আকাশে উড়তে দিতে হবে ৷ তাকে খাঁচায় আটকে রাখা চলবে না| মুক্ত জীবনের স্বাদ দিতেই এমন থিম বেছে নেওয়া বলে জানিয়েছেন চিত্তরঞ্জন হোস্টেলের পড়ুয়ারা৷ নানা চিত্রকলায় তারা সাজিয়েছেন তাদের পুজো মণ্ডপ৷ গার্লস রিসার্চ স্কলারদের হোস্টেলে সরস্বতী পুজোর থিম হিসেবে তুলে ধরা হয়েছে আদিবাসী জীবন ও সংস্কৃতি ৷ নারকেলের ছোবড়া দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে তাদের ভাবনা ৷ নেতাজি হোস্টেলের থিম প্লাস্টিকের পুনর্ব্যবহার৷ থিমের মাধ্যমে তারা বলতে চেয়েছেন, প্লাস্টিক আমাদের পরিবেশে কতটা ক্ষতি করে৷ আর যদি একান্তই প্লাস্টিক ব্যবহার করতে হয় তাহলে কোন প্লাস্টিক ব্যবহার করব আমরা ৷ আমরা সেটাই ব্যবহার করব যা পুনর্ব্যবহার করা যাবে৷ অরবিন্দ হোস্টেল থিম ভাবনায় তুলে ধরেছে প্রাচীন ইতিহাস ৷