Budget 2025 ‘এটা জনতার বাজেট’, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

0
19

২০২৫-২৬ অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছেন তা শুধুমাত্র সাধারণ মানুষের কথা ভেবেই করা হয়েছে। এই বাজেট আমজনতার বাজেট, সবক্ষেত্র উপকৃত হয়েছে। এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, ‘এই বাজেট সংস্কারের দিশা। কীভাবে মানুষের পকেট আরও ভরবে সেই দিকেই গুরুত্ব দেওয়া হয়েছে।’

কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও তাঁর টিমের উচ্ছ্বসিত প্রশংসা করলেন। এবারের বাজেটকে ৩৬০ ডিগ্রি বাজেট বললেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের নাগরিকরা কীভাবে বিকাশের অংশ হবে, তার দিশা রয়েছে বাজেটে।

আয়কর ছাড় থেকে শুরু করে ওষুধের শুল্কে ছাড়, বিমা থেকে শুরু করে বিমানবন্দর, প্রবীণ নাগরিকদের সুবিধা থেকে নারীশক্তি, যুবসমাজ… সবক্ষেত্রে এই বাজেট নজর দিয়েছে বলেই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ‘ভারত বিকাশের দিকে আরও একধাপ এগোল। ১৪০ কোটি ভারতীয়র আশা-আকাঙ্খার বাজেট ছিল এটা। প্রত্যেক ভারতীয়র স্বপ্ন পূরণ হবে এই বাজেটে।” মোদী এও বলছেন, বিকশিত ভারতের যে লক্ষ্য নেওয়া হয়েছে তারও গতি বাড়িয়ে দেবে শনিবারের ঘোষণা। 

https://x.com/narendramodi/status/1885615165330071819?t=KU3PTubWKhB9aW88t7CW5Q&s=19\

এদিন নির্মলা বাজেট পেশ করার পর প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেটে কৃষকদের জন্য যা ঘোষণা করা হয়েছে, তাতে উপকৃত হবেন কৃষকরা। আবার ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে বলে বাজেটে বলা হয়েছে। ফলে দেশের মধ্যবিত্তদের মুখে হাসি ফুটেছে।
প্রধানমন্ত্রী বলেন, “এই বাজেট শুধু বর্তমান সময়কে নজর রেখে করা হয়নি, ভবিষ্যৎকেও দিশা দেখাবে।” নিজের বক্তব্যের শেষে মোদী বলেন, “ঐতিহাসিক এই সাধারণ মানুষের বাজেটের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে আরও একবার ধন্যবাদ জানাই।”

Previous articlePhoto Exhibition’ চিত্র যেথা ভয় শূন্য…’ কলকাতা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত চারদিনের চিত্র প্রদর্শনী
Next articleIncome Tax in Union Budget 2025 সরস্বতী পুজোয় ‘লক্ষ্মী’ নির্মলা ,১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কর শূন্য , সঞ্চয়ে কি টান পড়বে মধ্যবিত্তের?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here