BSF: ‌‌বিএসএফের ৫৮ তম প্রতিষ্ঠা দিবস

0
363

দেশের সময় ওয়েবডেস্কঃ ৫৮ তম প্রতিষ্ঠা দিবসে পা দিল বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। অমৃতসরে জাতীয় স্তরে এই প্রতিষ্ঠা দিবস পালিত হবে। 

 ১৯৬৫–র ভারত–পাকিস্তান যুদ্ধের পর দেশের সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান এবং সামরিক আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষার ‘‌প্রথম লাইন’‌ বা প্রাথমিক প্রতিরোধ গড়ে তুলতে ওই বছরেই ১ ডিসেম্বর বিএসএফ তৈরি করা হয়। এর আগে সীমান্তে দেশের নিরাপত্তা রক্ষার দায়িত্ব ছিল রাজ্য পুলিশের হাতে। তৈরি হওয়ার পর রাজ্যের বিভিন্ন সশস্ত্র পুলিশ বাহিনীর সমন্বয়ে বিএসএফের ২৫টি ব্যাটেলিয়ন গঠন করা হয়েছিল।‌

এইমুহুর্তে আছে ১৯৩টি ব্যাটেলিয়ন। বর্তমানে গোটা বিশ্বে সবচেয়ে বড় সীমান্তরক্ষী বাহিনী হল বিএসএফ। যা পশ্চিমদিকে ভারত–পাকিস্তান এবং পুবদিকে ভারত–বাংলাদেশ সীমান্ত রক্ষা করছে।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, কার্গিল যুদ্ধ এবং জম্মু–কাশ্মীরে সন্ত্রাসবাদ দমন–সহ নানাবিধ গুরুত্বপূর্ণ ভূমিকা প্রশংসার সঙ্গে পালন করছে‌।

ইস্টার্ন কমান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্ত হল সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার। বাংলাদেশের সঙ্গে যার সীমানা ৯১৩ কিলোমিটার। যা সজাগভাবে রক্ষা করছে বিএসএফ‌। একদিকে যেমন গবাদি পশু ও অন্য মূল্যবান জিনিসের চোরাচালান প্রতিরোধ করছে, পাশাপাশি নানাবিধ সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমজনতার পাশে দাঁড়াচ্ছে তারা। বিএসএফের নীতিবাক্য ‘‌জীবনের জন্য কর্তব্য।’‌ প্রথম প্রতিরক্ষা লাইন হিসেবে দিন–রাত সজাগ থাকছে দেশের এই সীমান্তরক্ষী বাহিনী।

Previous articleMCD election2022: দিল্লিতে চলছে পুরভোট, পদ্ম নাকি ঝাঁটা,পুরনিগমের ভোট নিয়ে উত্তেজনায় ফুটছে রাজধানী
Next articleTMC-BJP Clash: সমবায় সমিতির নির্বাচন ঘিরে তমলুকে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, লাঠিচার্জ পুলিশের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here