BSF: পেট্রাপোল পরিদর্শনে বিএসএফের ডিজি‌ নীতিন আগরওয়াল

0
420

দেশের সময়, পেট্রাপোল : শনিবার সকালে ভারত–বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল স্থল বন্দর এলাকা পরিদর্শন করলেন সীমান্ত রক্ষী বাহিনীর মহা নির্দেশক নীতিন আগরওয়াল। সঙ্গে উপস্থিত ছিলেন পেট্রাপোল স্থল বন্দরের বর্তমান ম্যানেজার কমলেশ সাইনী সহ বিএসএফের অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকেরা। স্বাভাবিকভাবেই এদিন সীমান্ত ছিল কড়া নিরাপত্তায় মোড়া।

ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর মহা নির্দেশক হিসেবে নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন নীতিন আগরওয়াল। আর তারপর তিনি পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে এলেন। এদিন সকালে হেলিকপ্টারে কালিয়ানী বিএসএফ ক্যাম্পের হেলিপ্যাডে নামেন ৷ সেখান থেকে সড়ক পথে তিনি পেট্রাপোল সীমান্তে এসে পৌঁছান। পুলিশ সূত্রে জানাগিয়েছে৷ পেট্রাপোল সীমান্ত এলাকায় বিএসএফ কেমনভাবে কাজ করছে, অন্যান্য দপ্তরগুলির অবস্থান কি রয়েছে, এদিন তা সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। এই সীমান্তেই রয়েছে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর। আর সেই কারণে এখানকার পরিকাঠামো কেমন রয়েছে, তাও খতিয়ে দেখেন তিনি ৷

Previous articleHabra News: হাবড়ায় ব্যালট খাওয়ার পর এবার ‘ভুতুড়ে ভোটারের’ হদিশ! বিডিও-র রিপোর্ট তলব হাইকোর্টের
Next articleDesher Samay ePaper দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here