bow barrack ইতিহাস আর নিজস্বতায় অনন্য বো বারাক,  বড়দিনের প্রাক মুহুর্তে ঘুরে দেখল দেশের সময় : দেখুন ভিডিও

0
20

পৌষালী কর ও অর্পিতা বনিক , কলকাতা:

নতুন প্রজন্মের উৎসাহ কি দিন দিন কমছে? সময়ের সঙ্গে কি হারিয়ে যাবে বো ব্যারাকের বড়দিনের আমেজ! নাকি বো ব্যারাক আছে বো ব্যারাকেই ? 2024 এর বড়দিনের ঠিক আগের মুহুর্তে দেশের সময়ের প্রতিনিধি পৌষালী কর , অর্পিতা বনিক ও শঙ্করজিৎ চক্রবর্তী ঘুরে দেখল বো ব্যারাক।

বছরের এই সময়টিতেই আলোকিত হয়ে ওঠে অ্যাংলো ইন্ডিয়ানদের পাড়া বো ব্যারাক। যাকজমক করে ক্রিসমাস পালন হয় এখানে। শহরবাসীর কাছে অন্যতম আকর্ষকেন্দ্র। কিন্তু ধীরে ধীরে কমছে অ্যাংলো-ইন্ডিয়ান জনসংখ্যা এবং নতুন প্রজন্মের ক্রিসমাসের ঐতিহ্যের প্রতি কিছুটা হলেও টান কমছে বলে মনে করছেন স্থানীয়রা । তার ফলে উৎসবটির অস্তিত্ব সঙ্কটের কারণ হয়ে উঠছে এখানে ।

বো ব্যারাক আপাতত উৎসবে মেতে উঠলেও এখানে অ্যাংলো-ইন্ডিয়ানরা একটি অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি এসে দাঁড়িয়েছেন বলে মনে করছেন অনেকেই। প্রশ্ন থেকেই যায়, তাঁদের এই ঐতিহ্য পরবর্তী প্রজন্মের হাত ধরে বিকশিত হবে নাকি সময়ের সঙ্গে বিবর্ণ হয়ে যাবে। দেখুন ভিডিও

মঙ্গলবার কলকাতার বোব্যারাকে ছবি তুলেছেন  শঙ্করজিৎ চক্রবর্তী ।

Previous articleBSF & Kolkata Police: বড়দিনের পর বর্ষবরণ, বাংলাদেশ সীমান্ত হয়ে ভারতে ঢোকার ছক পাক জঙ্গিদের ! শহরে কারা আসছে- যাচ্ছে , এবার কড়া নজর
Next articleBorder মাত্র ৬০০ টাকায় ধাক্কা পাসপোর্টে ‘ধুর’রা কাঁটাতার পেরিয়ে হাজির এপারে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here