Bongaon News বনগাঁয় কাউন্সিলরের বিরুদ্ধে মারধরের অভিযোগ

0
9

দেশের সময় : বনগাঁ পুরসভার এক তৃণমূল পুরপ্রতিনিধি (কাউন্সিলরের ) বিরুদ্ধে  এক যুবককে  চড়থাপ্পড় মারা , ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল । ঘটনাটি ঘটেছে বনগাঁ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মিলন পল্লি এলাকায় । প্রহৃত যুবকের পরিবারের তরফে থানায় অভিযোগ  দায়ের হয়েছে ।

কাউন্সিলরও তাঁর বাড়িতে হামলার পাল্টা অভিযোগ করেছেন । পুলিশ দুটি অভিযোগই খতিয়ে দেখছেন ।

১৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসের বাড়ি মিলনপল্লি এলাকায় । বাড়ির কাছে একটি ছোট গ্যারেজ আছে । অভিযোগ , সোমবার রাতে ওই এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন পেশায় বাইক মিস্ত্রি রাকেশ কর্মকার ।

তাঁর অভিযোগ ,কাউন্সিলরের বাড়ির কাছে ওই গ্যারজের এক কর্মী অনুরোধ করেন , একটি বাইক মেরামত করে দিতে । কাজ শুরু করেছিলেন রাকেশ ।

অভিযোগ , সে সময় কাউন্সিলর এসে তাঁকে গালিগালাজ করেন । প্রতিবাদ করলে চড়থাপ্পড় মারেন । রাকেশ কে হুমকি দেওয়ার একটি অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । (দেশের সময় ডিজিটাল তার সত্যতা যাচাই করেনি) ।

কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, ওই গ্যারেজে রাতের অন্ধকারে বাইরে থেকে যুবকেরা আসে । নেশাভাঙ করে এবং চিৎকার চেঁচামিচি করে । জোরে বাইকের হর্ন বাজায় ।  আমি নিষেধ করেছিলাম , ওরা শোনেনি । স্থানীয় লোকজনদের অসুবিধা হচ্ছিল । সোমবার আমি হর্ন বাজানোর প্রতিবাদ করি , কাউকে মারধর করা বা অত্যাচার করা হয়নি । তিনি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন । বুধবার রাতে তাঁর বাড়িতে বাইকে করে কয়েক জন এসে হামলা চালায় । দরজায় গ্রিলে লাথি মারে । গালিগালাজ করে হুমকি দিয়ে গেছে ।

বনগাঁ থানার পুলিশ দুটি অভিযোগই খতিয়ে দেখছেন ।

Previous articleBangladesh news‘যতদিন বাংলাদেশ থাকবে, বঙ্গবন্ধুর স্মৃতি থাকবে’,বেঁচে যখন গিয়েছি জবাব নেব’, বৃহস্পতিবার ফের সরব হাসিনা
Next articleHappy Rose Day 2025 Wishes প্রেম সপ্তাহ শুরু ! লাল গোলাপ ছাড়া প্রেম নিবেদন যেন জমে না! প্রিয়জন কে জানান রোম্যান্টিক শুভেচ্ছাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here