দেশের সময়,বনগাঁ: বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির বনগাঁ শাকার পক্ষ থেকে এদিন উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তের স্বর্ণ ব্যবসায়ী ও স্বর্ণ শিল্পীদের নিয়ে এক সম্মেলনের আয়োজন করা হয়। বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির বনগাঁ শাখার সভাপতি কল্যাণ তারণ জানান দীর্ঘ আট বছর পর আমাদের এই ১৯ তম সম্মেলন। এই সম্মেলনের মূল উদ্দেশ্য আট বছর ধরে কে কিভাবে ব্যবসা করেছে , কি কি সুবিধা-অসুবিধা হয়েছে এবং বিভিন্ন সরকারি নিয়ম কানুন আলোচনার জন্যেই এই সম্মেলনের আয়োজন ৷
রবিবার সকাল থেকে শুরু হয় বনগাঁ শহরের বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সম্মেলন ৷ এদিন সভার উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক টগর পোদ্দার। স্বর্ণ ব্যবসা সংক্রান্ত নানা সমস্যা, সোনার মূল্যবৃদ্ধি-সহ নানা বিষয় নিয়ে সভায় আলোচনা হয়। দেখুন ভিডিও
অন্যদিকে স্বর্ণ ব্যবসায়ীদের ও স্বর্ণ ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সাধারণ সম্পাদক তথা অখীল ভারতীয় স্বর্ণকার সমিতির সাধারণ সম্পাদ টগর পোদ্দার বলেন কেন্দ্র সরকার আমদানি শুল্ক কমালে স্বর্ণ শিল্প বাঁচবে ও স্বর্ণ ব্যবসায়ীরা বাঁচবে । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেনবাগদার বিধায়ক তথা তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির বনগাঁ শাখার সম্পাদক বিনয় সিংহ ও প্রাক্তন সভাপতি ভানুচন্দ্র দে সহ প্রায় ৬০০ সদস্য ৷