দেশের সময়,বনগাঁ: মাধ্যমিকে এবারও জেলার জয়জয়কার। পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় ফল ঘোষণা হল। আজ সকাল দশটায় এবারের মাধ্যমিকের ফল ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবার পরীক্ষা দিয়েছিল ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন ছাত্রছাত্রী। পাশের হার ৮৬.১৫ শতাংশ।
এ বছর মাধ্যমিকের মেধা তালিকায় ১৬টি জেলা থেকে জায়গা করে নিয়েছে ১১৮ জন কৃতী।
দীর্ঘদিন পর মাধ্যমিকে প্রথম দশে উঠে এল বনগাঁর নাম। আর এই সাফল্য এল বনগাঁ কুমুদিনী গার্লস হাইস্কুলের হাত ধরে।
এই স্কুল থেকেই এবার মাধ্যমিকে চতুর্থ হয়েছে সমাদৃতা সেন। বনগাঁর কোড়ারবাগানের বাসিন্দা সমাদৃতা জানালেন৷ তিনি পড়তে চান সায়েন্স নিয়ে
মাধ্যমিকে চতুর্থ হয়েছে বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সমাদৃতা সেন। সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাই। চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। নিয়মিত পড়াশোনার উপর সবসময় জোর দিয়েছি। স্কুলের ম্যামরা ফোন করছেন। খুব ভাল লাগছে।
প্রথম স্থানাধিকারীর থেকে সাত নম্বর কম পেয়েছে মহম্মদ ইমতিয়াজ। মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র। বলল, প্রথম দশে থাকব ভেবেছিলাম। তবে তৃতীয় হব ভাবিনি। আমাদের স্কুলের রেজাল্ট খুব ভাল হয়েছে। আমার বন্ধুরা অনেকেই মেধা তালিকায় রয়েছে। বন্ধুদের এই সাফল্য দেখে খুবই আনন্দ হচ্ছে। নিজের রেজাল্ট নিয়েও আমি খুশি।
এবার তৃতীয় হয়েছে ৬ জন। তাদের মধ্যে ইমতিয়াজের স্কুল থেকেই অর্থাৎ মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র মাহির হাসান তৃতীয় স্থান অধিকার করেছে।
মাধ্যমিকে প্রথম দেবদত্তা একবার পড়তে বসলে উঠতে চাইত না। বাবা-মা একসময় বাধ্য হয়ে বলতেন, এবার ওঠো। আর পড়তে হবে না। দেবদত্তার কথায়, পড়তে খুবই ভাল লাগে। একবার পড়ায় মন বসে গেলে আর উঠতে ইচ্ছা করে না।
মাধ্যমিকে বনগাঁর দুই কৃতীর সাফল্যে এখন উচ্ছ্বাসে ভাসছে সীমান্ত শহর বনগাঁ। কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় থেকেই এবার মাধ্যমিকে ষষ্ঠ হয়েছে বিদিশা কুণ্ডু।
মাধ্যমিকের মেধা তালিকায় ১৬ জেলার
১১৮ জন, আগামী বছর পরীক্ষা শুরু ২ ফেব্রুয়ারি
দেশের সময়: মাধ্যমিকে এবারও জেলার জয়জয়কার। পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় ফল ঘোষণা হল। আজ সকাল দশটায় এবারের মাধ্যমিকের ফল ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবার পরীক্ষা দিয়েছিল ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন ছাত্রছাত্রী। ছাত্রীর সংখ্যা ছিল ২২ শতাংশ বেশি। পরীক্ষার খাতা দেখেছেন ৪৪ হাজার শিক্ষক। এবার পাশের হার ৮৬.১৫ শতাংশ। পাশের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর, ৯৬.৮১ শতাংশ। পাশের হারে দ্বিতীয় কালিম্পং, তৃতীয় কলকাতা। এবছর প্রথম দশে ১৬টি জেলা থেকে রয়েছে ১১৮ জন পরীক্ষার্থী। আগামী বছর মাধ্যমিক শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে। তফসিলি উপজাতি ভুক্ত পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছে ৭৬ শতাংশ। তফসিলি জাতির মধ্যে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৮৫ শতাংশের বেশি।
আগামী বছর মাধ্যমিক শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে। তফসিলি উপজাতি ভুক্ত পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছে ৭৬ শতাংশ। তফসিলি জাতির মধ্যে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৮৫ শতাংশের বেশি।