Bongaon: বনগাঁয় ভয়াবহ পথ দুর্ঘটনা! ইঞ্জিন ভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষ, মৃত ২

0
189


দেশের সময় , বনগাঁ: ইঞ্জিন ভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষ। প্রাণ হারালেন এক বাইক আরোহী এবং ভ্যানের চালক। গুরুতর আহত একাধিক।
বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বাগদা সড়কের কাকলেমারি ব্রিজ এলাকায়। মৃতেরা হলেন, বাইক আরোহী অর্ক রায় এবং ভ্যান চালক তরুণী সেন।

পুলিশ সূত্রে জানা গেছে,রাতে বন্ধুদের সঙ্গে গোপালনগর চালকি এলাকায় একটি দোকানে চা খেতে এসেছিলেন অর্ক। সেখান থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিন ভ্যানে সজোরে ধাক্কা মারেন ওই বাইক আরোহী। সঙ্গে সঙ্গে বাইক থেকে ছিটকে পড়ে যান বাইকের আরোহীরা এবং ভ্যানের চালক।

স্থানীয় মানুষ দ্রুত তাঁদের উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।  দুইজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাইকের আরও দুই আরোহী ভর্তি রয়েছেন বনগাঁ মহকুমা হাসপাতালে।

Previous articleSourav’s Solo Exhibition: Art Exhibition Unseen Unveils Stories, Over 100 Paintings Speak a Thousand Words.  :Watch the Video
Next articleNarendra Modi : ‘আমি মমতা দিদির কাছে কৃতজ্ঞ’, ‘বাংলা’ স্লোগান তুলে কোচবিহারে বার্তা মোদীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here