Bomb Threat মাঝ আকাশে বিমানে বোমাতঙ্ক! এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের মুম্বই থেকে নিউ ইয়র্কগামী যাত্রাপথ ঘুরিয়ে দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ : দেখুন ভিডিও

0
176

দেশের সময় নয়া দিল্লি :এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক। মাঝ আকাশ থেকেই তড়িঘড়ি রুট বদলিয়ে জরুরি অবতরণ করানো হল দিল্লি বিমানবন্দরে। যাত্রীদের বিমান থেকে নামানো হয়েছে। পরীক্ষা করে দেখা হচ্ছে বিমান। গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দেখুন ভিডিও

মুম্বই থেকে নিউ ইয়র্কগামী বিমানে বোমাতঙ্ক। রবিবার গভীর রাতে এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি মুম্বই থেকে রওনা দিয়েছিল। বোমাতঙ্ক ছড়াতেই বিমানটির যাত্রাপথ পরিবর্তন করে দিল্লি বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। যাত্রী ও বিমানকর্মীদের নিরাপদে বার করে আনা হয় বিমানটি থেকে। আপাতত বিমানটি দিল্লি বিমানবন্দরেই রয়েছে। সেটির ভিতরে কোথাও সন্দেহজনক কিছু রাখা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উড়ান সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, মুম্বই থেকে রওনা দেওয়া এআই১১৯ উড়ানে নিরাপত্তাজনিত একটি সতর্কবার্তা এসেছিল। সেই কারণে বিমানটিকে দিল্লিতে অবতরণ করানো হয়েছে। এর পর যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয় এবং তাঁরা দিল্লি বিমানবন্দরের টার্মিনালে অপেক্ষা করছেন। এর বেশি কিছু উড়ান সংস্থার তরফে জানানো হয়নি।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আনুমানিক রাত ২টো নাগাদ বিমানটি মুম্বইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল। উড়ানের কিছু ক্ষণের মধ্যেই বোমাতঙ্ক ছড়ায় বিমানে। সঙ্গে সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-এর সঙ্গে যোগাযোগ করেন বিমানের পাইলট। পরিস্থিতির কথা জানিয়ে জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি চাওয়া হয়। সেই মতো বিমানটিকে অবতরণ করানো হয় দিল্লি বিমানবন্দরে।

পুলিশের এক পদস্থ আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই বলছে, “বিমানটি বর্তমানে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে রয়েছে। যাবতীয় সুরক্ষাবিধি মেনে কাজ চলছে। যাত্রী ও বিমানকর্মীরা সকলেই নিরাপদে রয়েছেন।” 

Previous articleWeather update শরতে ফের বৃষ্টি? দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড় পরিবর্তন নিয়ে কি জানাচ্ছে হাওয়া অফিস?
Next articleDurga puja Carnival2024 দুর্গাপুজোর কার্নিভালে মাতল বনগাঁ : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here