Bomb Scare at Kolkata Airport : বিমানে বোমা! হুলস্থূল কাণ্ড কলকাতা বিমানবন্দরে

0
414

দেশের সময় ওয়েবডেস্কঃ কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ! ব্রিটেনগামী কাতার এয়ারওয়েজের বিমানে বোমা আছে বলে চিৎকার করতে থাকেন এক যাত্রী। তাঁর চেঁচামেচিতেই আতঙ্ক ছড়ায়। গতকাল রাতে ৫৪১ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে দোহা হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল কাতার এয়ারলাইন্সের বিমানটির। কিন্তু বিমানে বোমা আছে খবর ছড়ানোর পরেই হুলস্থূল বেঁধে যায় কলকাতা বিমানবন্দরে। যাত্রীদের নামিয়ে শুরু হয় তল্লাশি।

বিমানবন্দর সূত্রে খবর, রাত ৩টে ২৯ মিনিটে টেক-অফের আগে এক যাত্রী বিমানে বোমা রাখা আছে চিৎকার করতে শুরু করেন। তড়িঘড়ি নামিয়ে আনা হয় যাত্রীদের। পুলিশ কুকুর নিয়ে তল্লাশি শুরু হয়। বোমাতঙ্কের জেরে রাত তিনটে থেকে বিমানবন্দরেই দাঁড়িয়ে বিমানটি। তবে এখনও কোনও সন্দেহজনক বস্তুর সন্ধান মেলেনি।

পুলিশের অনুমান, ওই যাত্রী মানসিকভাবে অসুস্থ। কেন তিনি বোমা আছে বলে চিৎকার করলেন তা জানার চেষ্টা করছে সিআইএসএফ ৷ ওই যাত্রীকে আটক করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান, বিমানের অন্য এক যাত্রী তাঁকে জানিয়েছেন যে, বিমানে বোমা রাখা আছে। ওই যাত্রী ব্রিটিশ নাগরিক। তাঁর বাবাকে ডেকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানিয়েছে, তাঁর ছেলে বিরল মানসিক রোগে আক্রান্ত।

গোটা ঘটনা ঘিরে রীতিমতো হইহই কাণ্ড বেঁধে গেছে কলকাতা বিমানবন্দরে। অভিযুক্ত ওই যুবককে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। যদিও গোটা ঘটনা ঘিরে রীতিমতো হুলস্থূল কাণ্ড বেঁধে যায় কলকাতা বিমানবন্দরে। যাত্রীদের নামানোর পর গোটা বিমান জুড়ে তন্নতন্ন করে চালানো হয় তল্লাশি। যদিও শেষ পর্যন্ত বিমানে সন্দেহজনক কিছু মেলেনি বলেই জানা গিয়েছে।

Previous articleBengal Coal Scam : কয়লা পাচারকাণ্ডে দিল্লিতে ইডির তলব রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে
Next articleCoromandel Train Accident: মর্গে লাশের স্তূপে মিলল হৃদ্স্পন্দন ! ২৩০ কিলোমিটার পথ পেরিয়ে পিজি-তে ভর্তি করা হল হাওড়ার বাসিন্দা বিশ্বজিৎকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here