দেশের সময় , বনগাঁ: উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়ায় একটি রক্তদান শিবিরে গিয়ে রক্ত ঝরানোর হুমকি দিলেন স্থানীয় বিজেপি নেতা দেবদাস মণ্ডল। পঞ্চায়েত ভোটে রক্তের বদলে রক্ত ঝরবে বলে রাজ্যের শাসকদল তৃণমূলকে হুঁশিয়ার করেন গেরুয়া শিবিরের এই নেতা।
বুধবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে চাঁদপাড়ায় বিজেপির তরফ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল। এরপর মঞ্চে উঠে বক্তব্যের সময় একাধিক ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেন তিনি।
রীতিমত হুমকির সুরে বলেন, ‘পঞ্চায়েত ভোটে যদি একজন বিজেপি কর্মীর গা থেকেও এক ফোঁটা রক্ত ঝরে তাহলে তৃণমূলেরও ঝরবে। এখন থেকেই আগাম রক্ত সঞ্চয় করে রাখছি।’ এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে বহু বিজেপি কর্মীর রক্ত ঝরেছে। এবার ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচন হবে একদম আলাদা। আমাদের কর্মীর মাথা ফাটলে আমরা কি দাঁড়িয়ে দেখবো? ওদেরও ফাটাবো।
বিজেপি নেতার এই হুঁশিয়ারি প্রসঙ্গে বনগাঁ সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পুরপ্রধান গোপাল শেঠ বলেন, পশ্চিমবাংলায় পঞ্চায়েত ভোটে কোনও রক্ত ঝরবেনা। বিজেপি রক্ত ঝরানোর চক্রান্ত করবে, কিন্তু ওদের চেষ্টা কখনোই সফল হবে না। আমরা কর্মীদের সে বিষয়ে সতর্ক থাকতে বলব।