
গত কয়েকদিন ধরে চলছিল জল্পনা। অবশেষে দোলযাত্রার দিন বিভিন্ন জেলার জেলা সভাপতিদের নাম ঘোষণা শুরু করল বিজেপি। রাজ্যের মোট ৪৩ টি সাংগঠনিক জেলার মধ্যে ঘোষণা হল মোট ২৫টি জেলার সভাপতির নাম। কোনও কোনও জেলায় বদল হল না। আবার কোথাও কোথাও নতুন নেতাদের উপর আস্থা রাখছে গেরুয়া শিবির। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আর বেশিদিন বাকি নেই। তার আগে দলের ভিত পোক্ত করতে এই জেলা সভাপতিদের গুরুত্ব যে কতটা, তা বলাই বাহুল্য।
দক্ষিণবঙ্গে বারাসত, বসিরহাট, আরামবাগ, হাওড়া, জঙ্গিপুর, হুগলিতে সভাপতি বদল করা হয়েছে। কলকাতা উত্তর শহরতলি, পুরুলিয়াতেও এবার নতুন নাম। উত্তর নদিয়া, শিলিগুড়ির মতো জেলাগুলিতে পুরনোতেই আস্থা রেখেছে দল। ঘর গোছানোর প্রক্রিয়া শুরু হয়ে গেল বঙ্গ বিজেপির অভ্যন্তরে।
এর মধ্যে নতুন মুখ ১৭ জন। উত্তর এবং দক্ষিণ কলকাতা-সহ ৮টি সাংগঠনিক জেলায় সভাপতি অবশ্য অপরিবর্তিত রাখা হয়েছে।
সূত্রের খবর, নতুন ১৭টি মুখের মধ্যে অধিকাংশই সঙ্ঘ ঘনিষ্ঠ। তাৎপর্যপূর্ণভাবে নতুন সভাপতিদের তালিকায় রয়েছে সংগঠনের একাধিক পুরনো নেতাও। যা থেকে স্পষ্ট, ২৬ সালে বিধানসভা ভোটের আগে সংগঠনকে শক্তিশালী করতে সংঘ ঘনিষ্ট এবং প্রাক্তনদের গুরুত্ব বাড়ানোর প্রক্রিয়া শুরু হল।
তবে এখনও ১৮টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়নি। কবে হবে তাও স্পষ্ট নয়। ৪২টি জেলায় সাংগঠনিক জেলা সভাপতি পরিবর্তনের পরই নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হতে পারে। সেদিক থেকে রাজ্য সভাপতি পদে কে বসতে পারেন, তা নিয়ে দলের অভ্যন্তরের চর্চায় উঠে আসছে বেশ কয়েকটি নাম।
সূত্রের খবর, উত্তর এবং দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলায় সভাপতি পরিবর্তন না হলেও উত্তর কলকাতা শহরতলীতে আইনজীবী অরিজিৎ বক্সিকে সরিয়ে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে চণ্ডীচরণ রায়কে। একইভাবে আরামবাগ সাংগঠনিক জেলায় এতদিন সভাপতি ছিলেন পুরশুরার বিধায়ক বিমান ঘোষ। তার জায়গায় আনা হল প্রাক্তন জেলা সভাপতি সুশান্ত বেরাকে। শ্রীরামপুরেও সভাপতি পদে বদল আনা হয়েছে। সেখানে জেলা সভাপতি করা হল সুমন ঘোষকে।
সভাপতি পদে বদল আনা হয়েছে বসিরহাটে। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ট হিসেবে পরিচিত প্রাক্তন সভাপতি তাপস ঘোষকে সরিয়ে দায়িত্বে আনা হল সুকল্যান বৈদ্যকে। একইভাবে আসানসোল সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব পেলেন হিন্দু সংহতির নেতা থেকে গত লোকসভা নির্বাচনে বীরভূমে বিজেপির প্রার্থী হওয়া দেবতনু ভট্টাচার্য। দেবতনু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ঘনিষ্ট হিসেবে পরিচিত।
বিরোধী দলনেতার খাসতালুক হিসেবে পরিচিত কাঁথিতেও জেলা সভাপতি পদে বদল আনা হয়েছে। জেলায় বিধায়ক অরুপকে সরিয়ে সোমনাথ রায়কে দায়িত্ব দেওয়া হল। হলদিয়ায় দলবদলু বিধায়ক তাপসী মণ্ডলের জায়গায় সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে মলয় সিংকে।
কয়েকদিনের মধ্যেই বাকি জেলাগুলির সভাপতিদের নাম ঘোষণা করা হবে। আপাতত রাজ্য সভাপতি কে হবেন, সে দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। সেই পদ নিয়েও একাধিক জল্পনা রয়েছে।