Bishnu Pada Ray Demise: বিধানসভা অধিবেশনে যোগ দিতে এসে অসুস্থ, জীবনাবসান বিধায়ক বিষ্ণুপদ রায়ের,টুইটে শোকপ্রকাশ শুভেন্দুর

0
309

দেশেরসময় , কলকাতা: জীবনাবসান ধূপগুড়ির বিজেপি বিধায়ক এবং দুঁদে রাজনীতিবিদ বিষ্ণুপদ রায়ের। সূত্রের খবর, হৃদযন্ত্রের সমস্যার কারণে মৃত্যু হয়েছে তাঁর। বিধানসভার বাদল অধিবেশনে ধূপগুড়ি থেকে রবিবারই বিজেপি বিধায়ক এসেছিলেন কলকাতায়। দলীয় সূত্রে খবর, কলকাতায় পৌঁছনোর পরই শারীরিক অস্বস্তি বোধ করায় তাঁকে তড়িঘড়ি পিজি অর্থাৎ এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গতকাল অর্থাৎ সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভার বাদল অধিবেশন। সেই অধিবেশনে যোগ দিতেই কলকাতা আসা। কিন্তু শহরে পৌঁছেই অসুস্থ হয়ে পড়েন বিষ্ণুপদ রায়। পিজি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয় রবিবারই। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে সোমবার জানানো হয়েছিল, তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল কিন্তু, এদিনই মৃত্যু হয় তাঁর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে তাঁর মৃত্যু সংবাদ দিয়েছেন।

ধূপগুড়ি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন বিষ্ণুপদ রায়। গত রবিবারই ধূপগুড়ি থেকে কলকাতায় পৌঁছন। এমএলএ হোস্টেলেই ওঠেন তিনি। সোমবার থেকে বিধানসভা অধিবেশন শুরু হয়েছে। দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। পরিবার সূত্রে খবর, দুপুর ১টা নাগাদ বিষ্ণুপদ রায়ের শ্বাসকষ্ট শুরু হয়। সেখানে ছিলেন মনোজ টিগ্গা-সহ অন্যান্য বিধায়করা। সকলে মিলে সঙ্গে সঙ্গে নিয়ে যান পিজি হাসপাতালে।

জানা যায়, তাঁর ফুসফুসে সমস্যা রয়েছে। তাঁর ছেলে প্রদীপ্ত রায় জানিয়েছিলেন, বিধায়কের ফুসফুস ও পাঁজরের মাঝখানে বাতাস জমে রয়েছে। সে কারণে শ্বাস নিতে সমস্যা হচ্ছে। রাতে একটি অস্ত্রোপচারও করতে হয়। ছেলেই জানিয়েছিলেন, বাবা অপারেশনের পর স্থিতিশীল। কিন্তু মঙ্গলবার সকালেই এই খবর আসে।

Previous articleRocky aur Rani ki prem kahani: ‘রকি অউর রানি’ থেকে বাদ লোকসভার উল্লেখ, মমতার সংলাপ! কলকাতায় সিনেমার অভিনব প্রোমোশনে রণবীর-আলিয়া
Next articleParliament : রাতভর সংসদের বাইরে ধরনায় ইন্ডিয়া-র সাংসদরা , অচলাবস্থা কাটাতে এবার আসরে নামলেন মোদী-শাহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here