দেশের সময় ,বীরভূম: বীরভূমের রাজনগরের ছোটোবাজাররের বাগদী পাড়ায় লক্ষ্মীপুজো। সেই পুজোর ভোগের বাসি খিচুড়ি খেয়ে অসুস্থ ১৫ জন, মৃত ২। মৃতের মধ্যে রয়েছে এক শিশু ও এক বয়স্ক। মৃতেরা একই পরিবারের সদস্য।
জানা গিয়েছে, রাজনগরের মালিপাড়ায় লক্ষ্মীপুজোর দিন ভোগ রান্না হয়েছিল। পাড়ার সকলে ভোগ খান জমিয়ে। পরেরদিন স্থানীয় তিনটি পরিবার বাসি খিচুড়ি ভোগ বাড়িতে নিয়ে যান। সেই খিচুড়ি খেয়েই অসুস্থ হয়ে পড়েন তিনটি পরিবারের প্রায় ১৫ জন সদস্য।
সূত্রের খবর, এ দিন তাঁদের প্রথমে রাজনগর হাসপাতালে ভর্তি করা হয়। রাজনগর হাসপাতালে মৃত্য হয় পার্বতী বাগদী নামে ৫ বছরের এক শিশুর। বাকিদের সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠানো হয়। আজ সকালে এক ব্যক্তির মৃত্য হয়। বাকিদের চিকিৎসা চলছে সিউড়ি হাসপাতালে।