দেশের সময় ওয়েবডেস্কঃ দিল্লির সেনা ছাউনিতে শুক্রবার বিকেলে প্রয়াত সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়ত এবং তাঁর স্ত্রী মধুলিকার শেষকৃত্য হবে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছে।
বিকেলে তামিলনাড়ুর সুলুর বিমানঘাঁটি থেকে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে জেনারেল রাওয়ত এবং তাঁর স্ত্রী মধুলিকার দেহ দিল্লিতে আনা হবে। এর পর দু’জনের দেহ রাখা থাকবে রাওয়তের বাড়িতে।
সেনার তরফে জানানো হয়েছে, শুক্রবার বেলা ১১টা থেকে ২টো পর্যন্ত কপ্টার দুর্ঘটনায় প্রয়াত সেনা সর্বাধিনায়কের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আসবেন তাঁর অনুরাগীরা। এর পর কামরাজ মার্গ থেকে শুরু হবে শেষযাত্রা। দিল্লি সেনা ছাউনির ব্রার স্কোয়্যার অন্ত্যেষ্টিস্থলে পূর্ণ সামরিক মর্যাদায় হবে শেষকৃত্য।
অন্য দিকে বৃহস্পতিবারই এই হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে সংসদে বিবৃতি দিতে পারেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি এই বিষয়ে বিস্তারিত সংসদকে জানাবেন বলে খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যে এই দুর্ঘটনার তদন্ত শুরু করার কথা জানিয়েছে ভারতীয় বায়ুসেনা। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে তদন্তে। প্রাথমিক ভাবে বায়ুসেনা সূত্রে খবর, দৃশ্যমানতা কম থাকার জন্যই এই ঘটনা ঘটেছে। ২০১২ সাল থেকে Mi17V5 কপ্টারটি ভরসাযোগ্য একটি কপ্টার হিসাবে কাজ করছে। সেখানে যান্ত্রিক ত্রুটির বিষয়টি হয়ত ততটা গুরুত্ব দেওয়া যায় না। তবে অন্য এক সংবাদ সংস্থার খবর অনুসারে, জেনারেল রাওয়াতের কপ্টারটি কোন পথে যাচ্ছে, তার গতিবিধি ধরা সম্ভব হয়নি রেডারে। কারণ, কোয়েম্বাটোরে নিম্ন উচ্চতায় চলা আকাশযানের গতিপথ ধরার কোনও রেডার নেই।
বৃহস্পতিবার সকালেই জেনারেল বিপিন রাওয়াতের বাড়িতে পৌঁছন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। এ ছাড়া ভারতীয় বায়ুসেনা প্রধান মার্শাল ভিআর চৌধুরী যান কুন্নুরের দুর্ঘটনাস্থলে। নীলগিরি পাহাড়ের ঢালে যে জঙ্গল ও চা বাগানের ভিতর এই কপ্টারটি ভেঙে পড়েছিল, সেখানে গিয়ে খোঁজ-খবর নেন তিনি। ও দিকে আমেরিকার পক্ষ থেকেও এ দিন বিপিনের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আমেরিকার সেক্রেটারি জেনারেল। আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে, প্রয়াত জেনারেল বিপিন রাওয়াত ছিলেন ইন্দো-মার্কিন সম্পর্কের এক শক্তিশালী স্তম্ভ। তিনি এই দু’দেশের সম্পর্কের এক গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।