শ্রাবণী হালদার, ঠাকুরনগর : উত্তর২৪পরগনার বনগাঁর সাহিত্য সংস্কৃতি সংস্থা সহজ ঘরের দ্বিতীয় আড্ডা অনুষ্ঠিত হল ১৯জুন রবিবার । প্রয়াত কবি বিনয় মজুমদারের ঠাকুরনগরের বাসভবনে।
কবি – সাহিত্যিকদের নিয়ে আয়োজিত এই মজলিস টির আহ্বায়ক স্নিগ্ধা সেন ও ধৃতিরূপা দাস। এমন পরিপূর্ণ চাঁদের হাট বসিয়ে অসাধারণ পটুত্তের পরিচয় দেন সঞ্চালক বৃন্দ।সহযোগিতায় কবি বিনয় মজুমদার স্মৃতি রক্ষা কমিটি ও গ্রন্থাগার । বিশেষ ভূমিকায় দেখা যায় শায়ক মুখোপাধ্যায়, সুকৃতি শিকদার , কিশলয় ঠাকুর প্রমুখ কবি-সাহিত্যিকদেরকে ৷
কবিতাপাঠ, কবি বিনয় মজুমদারের স্মৃতিচারণ, পট চিত্র অংকন এর মধ্য দিয়ে এদিনের বৈঠকটির রূপ এক অন্য মাত্রায় প্রস্ফুটিত হয়। সভার আনুষ্ঠানিক সূচনা হয় বিনয় বেদীতে ফুলের সঙ্গে প্রদীপ জ্বেলে । সূচনা করেন সুমিতাভ ঘোষাল ও গোপাল মল্লিক ও উপস্থিত সকল সদস্যবৃন্দ।
আসরটি পূর্ণ করতে ছুটে আসেন পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য কবি সাহিত্যিক ও বনগাঁ জনপদের সমস্ত সুধী সাহিত্য অনুরাগী ও অনুগামীরা। উপস্থিত ছিলেন সুরঞ্জন প্রামাণিক, জহর সেনগুপ্ত,গৌরী মৈত্র, তীর্থঙ্কর মৈত্র ,গোপাল মল্লিক, অর্ঘ্য মন্ডল সপ্তর্ষি হোড়, সুবীর সেন,অশোক শর্মা সহ হুগলি থেকে মনীষা বসু এসেছিলেন বিনয় মজুমদারের টানে।
কয়েকজন তরুণ যারা ইচ্ছে সত্বেও পৌঁছাতে পারেননি এদিনের অনুষ্ঠানে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছেন এবং পরবর্তী আড্ডা উপস্থিত থেকে সভাটি আরো পরিপূর্ণ করবেন এমন ইচ্ছে প্রকাশ করেন।
আড্ডার কাব্যিক উদ্বোধন হয় তরুণ কবি মাসুদ শাওনের কবিতা দিয়ে। পৌষালী চক্রবর্তী, রঞ্জন ভট্টাচার্য শোনালেন তাদের নতুন ভাবনা। এরপর নিজস্ব ভাষা মৌলের শ্রোতাদের মুগ্ধ করলেন কবি সৌরভ মুখোপাধ্যায়, সুমিতাভ ঘোষাল ,রাজিব সিংহ ,অর্ঘ্য মন্ডল, ব্রতীন সরকার, সুদীপ চট্টোপাধ্যায়, সায়ন রায়, দেবার্ঘ সেন,তরুণ কুমার দত্ত, কৃষ্ণার্জুন হালদার।
ঠাকুর নগরের শিবেন মজুমদারের কন্ঠে উঠে আসে বিনয় স্মৃতি। অন্তর চক্রবর্তী অভাবনীয় পটুত্ব দেখান তার কবিতায়। লাইভ পটচিত্র (সরার উপর) প্রদর্শন করেন শিল্পী তনয় সাহা। অঙ্কিতা ব্যানার্জি শোনান একটি ছোট গল্প। সাহিত্যের পারদর্শিতা প্রয়াসে শুভ্রা ঘোষ মিত্র শতরূপা সরকার ও সুপ্রিয়া দত্ত। অংশুমান করের লেখা আমি বিনয় মজুমদার এর একটি অংশ পাঠ করে তরুণ কবি পৌষালী চক্রবর্তী।
সহজ ঘরের আঁজুমান প্রয়াসে উদ্বোধন হয় লিটল ম্যাগাজিনের জনসংখ্যার সংকলন “মাসিক কবিতাপত্র”। প্রকাশিত হয় কবি শায়ক মুখোপাধ্যায়ের কাব্য গ্রন্থ “যেখানে পৌঁছে দিয়েছে” এবং একটি অংশ পাঠ করেন সৌরভ মুখোপাধ্যায়।
বিনয় মজুমদারের অন্যতম অনুগামী তীর্থঙ্কর মৈত্র গোপাল মল্লিক বিনয় বিশেষজ্ঞ সুধীর সেনের সঙ্গে একটি ডায়লগে নিযুক্ত হন অভিনয় অনুরাগী স্নিগ্ধদীপ চক্রবর্তী ৷ এছাড়া পার্থ সারথি নন্দীর তৈরী “বিনয় মজুমদার” কে নিয়ে তথ্যচিত্র টির বিশেষ অংশ প্রদর্শিত হয়। সভার শেষাংশে জহর সেন গুপ্ত রমেশ চন্দ্র সেনের লেখনি সম্পর্কে বিশ্লেষণ করেন।
সহজ ঘরের আয়োজক এবং সদস্যরা প্রতি মাসে একটি করে মজলিসের সিদ্ধান্ত নেন ,সেটি কোন সময় অনলাইন, কখনো সেমিনার আকারে অনুষ্ঠিত করা হবে। আয়োজকেরা সকলকে দলমত বাইরে রেখে আড্ডায় যোগদানে সাদর আমন্ত্রণ জানিয়েছেন। বিনয় মজুমদারকে নিয়ে ” তথ্যচিত্র-টি দেখতে লিঙ্ক রইল নীচে ৷