Bihar: বিধ্বংসী অগ্নিকাণ্ড বিহারে, অগ্নিদগ্ধ অন্তত ৩০

0
452

দেশের সময় ওয়েবডেস্কঃ বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বিহারের ঔরঙ্গাবাদে। শনিবার সকাল সওয়া ন’টা পর্যন্ত খবর অগ্নিদগ্ধ হয়েছেন অন্তত ৩০ জন। যাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর রাতে একটি পরিবারে রান্না হচ্ছিল। সেই সময়েই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। তা থেকেই ছড়িয়ে পড়তে থাকে আগুন।

জানা গিয়েছে, এলাকাটি ঘিঞ্জি। পাশাপাশি অনেক ঘর রয়েছে। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। অনেকে ঘুমের মধ্যে বুঝে ওঠার আগেই অগ্নিদগ্ধ হন।


ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের বিরাট বাহিনী এবং দমকল। আগুন নেভানোর পাশাপাশি চলছে উদ্ধারকাজ। সকাল সওয়া ন’টা পর্যন্ত ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখমদের মধ্যে রয়েছেন সাত জন পুলিশ ও দমকলকর্মীও। আগুনের গ্রাস থেকে মানুষকে উদ্ধার করতে গিয়ে জখম হয়েছেন তাঁরা।

ঔরঙ্গাবাদ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আগুন লাগার কারণ এখনও সরকারিভাবে বলা যাচ্ছে না। তবে যে বাড়িতে প্রথম আগুন লাগে সেই বাড়র মালিক ঔরঙ্গাবাদ সদর হাসপাতালে জবানবন্দিতে বলেছেন, গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লাগে।

Previous articleMamata Banerjee : রাজ্যের মুকুটে নতুন পালক ! ‘স্কচ’ পুরস্কার পেল মমতার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প , টুইটে জানালেন মুখ্যমন্ত্রী
Next articleWeather Update: কালীপুজো মিটতে না মিটতেই পারদ পতন, গত ১০ বছরে শীতলতম অক্টোবর শনিবার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here