

বিহারে গণনা চলছে সকাল থেকে। প্রথম আড়াই ঘণ্টার গণনাতেই, বড় লাফ দিয়ে এগিয়ে গিয়েছে বিজেপি-জেডিইউ’র এনডিএ। আর তার পরেই হুঙ্কার দিতে শুরু করেছে গেরুয়া শিবির। এক কথায়, বিহারের ফলাফল দেখে, যেন বিজেপি নেতারা গুলিয়ে ফেলছেন বাংলাকে বিহারের সঙ্গে। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ, হুঙ্কার দিয়ে ইতিমধ্যেই বলে দিয়েছেন, বিহারের পর লক্ষ্য, বাংলা।

টাইগার আবি জিন্দা হ্যায়। বিহারে লোকমুখে ঘুরছে সলমনের সিনেমার নাম। লাগানো হয়েছে বড় বড় পোস্টারও। না, সিনেমার প্রচার নয়, এই কথা বলা হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রীর জন্য। আজ বিহারের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ । সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা। আর এক ঘণ্টা কাটতেই রাজ্যজুড়ে পোস্টার পড়ছে নীতীশ কুমারের। তাতে লেখা “টাইগার আবি জিন্দা হ্যায়”। ভোটের ফল প্রকাশের আগেই যেন সকলে আত্মবিশ্বাসী যে মসনদে ফিরছেন নীতীশ কুমার ।

পোড় খাওয়া রাজনীতিবিদ নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে বিগত ২০ বছর ধরে তিনি রয়েছেন। অনেকেই এবারের নির্বাচনের আগে বলতে শুরু করেছিলেন যে এটাই হয়তো নীতীশের শেষ নির্বাচন। তাঁর স্বাস্থ্য ঘিরে নানা শঙ্কা তৈরি হয়েছিল। তবে ৭৪ বছরে এসেও নীতীশ কুমার বুঝিয়ে দিলেন, টাইগার আবি জিন্দা হ্যায়।

https://x.com/ANI/status/1989213154388373708?t=3skp7flKs-guy5xlsVTZQg&s=19
বিহারের মসনদ আগামী পাঁচ বছর কার দখলে থাকবে? জনগণ নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে ৬, ১১ তারিখে। শুরু হয়েছে তারই গণনা। কত শতাংশ মানুষ, ভরসা রেখেছেন কোন দলের উপর? আগামী পাঁচ বছর কোন দলের উপরে দিতে চাইছে রাজ্যের ভার? ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে তা।

যদিও গণনায় শুরু থেকে একই ইঙ্গিত। অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুব সামান্য হেরফেরও লক্ষণীয় নয়। তরতর করে এগিয়েই চলেছে এনডিএ জোটের ভোটের সংখ্যা। বিহার বিধানসভার আসন সংখ্যা ২৪৩। ম্যাজিক ফিগার ১২২। । ঘণ্টাখানেক আগেই, সেই ম্যাজিক ফিগার টপকে, ১৯০ আসনে এগিয়ে এনডিএ শিবির। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, গেরুয়া শিবিরের ঝুলিতে, এই মুহূর্তে সবথেকে বেশি ভোট। ৮৭ আসনে এগিয়ে রয়েছে বিজেপি এককভাবে।

কিছুক্ষণ আগে পর্যন্ত, সবথেকে বেশি আসনে এগিয়ে ছিল জেডিইউ। এই মুহূর্তে নীতীশ কুমারের দল এগিয়ে ৭৫ আসনে। অন্যদিকে মহাগঠবন্ধনের নেতারা যেখানে সরকার গড়ার প্রত্যাশা করেছিলেন, সেখানে বেশ অনেকটাই পিছিয়ে তাঁরা। মহাগঠবন্ধন সকাল সাড়ে এগারোটা পর্যন্ত এগিয়ে মাত্র ৪৯ আসনে। আরজেডি এককভাবে এগিয়ে ৩৫ আসনে। অন্যদিকে হাত শিবির, অর্থাৎ কংগ্রেস মাত্র ৬ আসনে এগিয়ে রয়েছে। শুরু থেকেই বিহারের বিরোধী জোটের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী তেজস্বী যাদব এগিয়ে তাহকলেও, গণনার এই পর্যায়ে পৌঁছে পিছিয়ে পড়েছেন তিনিও।

তবে জয়ের আভাসে উচ্ছ্বাস পাটনায় এখন থেকেই। নীতীশের অনুরাগী, সমর্থকরা মেতে উঠেছেন আবির খেলায়। বিজেপির একাধিক কার্যালয়ের সামনে ইতিমধ্যে জমায়েত শুরু হয়ে গিয়েছে, শুরু হয়ে গিয়েছে লাড্ডু বিলিও ।



