ভোটের দিন বাগদায় হামলা, তৃণমূলের বিক্ষোভ মিছিল
দেশের সময় : পঞ্চায়েত ভোটের দিন বাগদা থানার বিভিন্ন এলাকায় তৃণমূল কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে এসডিপিও অফিসে ডেপুটেশান, বনগাঁয় মিছিল করল তৃনমূল। এই হামলার ঘটনায় ইতিমধ্যেই পুলিস পাঁচ জনকে গ্রেফতার করেছে৷ ধৃতদের নাম সফিয়ার মন্ডল, গৌতম মজুমদার , অরুন মন্ডল, ইছা হক মন্ডল, বোদিয়ার মন্ডল। ধৃতদের বাড়ি বাগদা থানার আমডোব, পাটকেলপোতা এবং জগদীশপুর এলাকায়। তৃণমূলের অভিযোগ, ভোট চুরি রুখতে গিয়ে ভোটের দিন ভোররাতে আমডোব এলাকায় বেধড়ক মারধর করা হয় দলীয় কর্মীদের। এলাকা ছাড়া হন কয়েকজন। এর পাশাপাশি বাগদার কনিয়াড়া এলাকাতেও হামলা চালানো হয়। দু জায়গা মিলিয়ে মোট ২২ জন তৃণমূল কর্মী জখম হন। এখনও হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। এই হামলার ঘটনায় ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়৷
এই হামলার পেছনে বিজেপি, সিপিএম এর হাত রয়েছে, এই অভিযোগ তুলে সোমবার বনগাঁ মহকুমা পুলিশ আধিকারিকের দফতরে স্মারকলিপি জমা দেয় তৃনমূল। প্রতিবাদ মিছিল করা হয়। এ ব্যাপারে
বিজেপি জেলা সহ সভাপতি মধুসূদন মন্ডলের অভিযোগ, বাগদার ঘটনায় যারা আসল দোষী, তাদের না ধরে মিথ্যা মামলা দিয়ে পুলিশ বেছে বেছে আমাদের কর্মীদের গ্রেপ্তার করছে।