Bharat Bandh: দেশব্যাপী বনধে বিক্ষিপ্ত অশান্তি! বাংলা জুড়ে মিশ্র প্রভাব

0
429

দেশের সময় ওয়েবডেস্কঃ আজ সোমবার থেকে শুরু দু’দিনের ভারত বনধ । সকাল থেকেই বিক্ষিপ্ত বিক্ষোভের ছবি সামনে আসছে। বনধ সফল করতে পথে নেমেছেন বাম সমর্থকেরা। দেশজুড়ে ডাকা বনধের প্রভাব পড়তে শুরু করেছে এ রাজ্যেও। শিয়ালদহের মেন শাখার ট্রেন চলাচলও ব্যহত হয়েছে। কোথাও বিক্ষোভ, কোথাও মিছিল, কোথাও আবার রাস্তা অবরোধ।

শহরের বিভিন্ন জায়গায় বন্‌ধের সমর্থনে মিছিল বেরিয়েছে। কলকাতায় গোলপার্ক এলাকায় গার্ডরেল অবরোধ করেন বন্‌ধ সমর্থনকারীরা। অন্য দিকে, পুলিশের সঙ্গে বন্‌ধ সমর্থনকারীদের বচসা বাধে লেকটাউন কালিন্দি এলাকায়। ধর্মঘটে অশান্তির অভিযোগে বেশ কয়েকজনকে আটকায় পুলিশ। যশোর রোডে জোর করে গাড়ি আটকানোর চেষ্টা করেন বন্‌ধ সমর্থনকারীরা বলে অভিযোগ। যাদবপুর এলাকায় বন্‌ধের সমর্থনে রাস্তা  

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের নানা কৃষক বিরোধী, শ্রম বিরোধী ও জনবিরোধী নীতির বিরোধিতায় সোম ও মঙ্গলবার দেশ ব্যাপী ধর্মঘট ডেকেছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং শিল্পভিত্তিক ফেডারেশনগুলি।

এদিকে এই বনধকে সমর্থন জানিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লিইজ অ্যাসসিয়েশন। তাদের তরফে বলা হয়েছে, ব্যাঙ্কিং আইন (সংশোধনী) বিল ২০২১ এনে ব্যাঙ্কগুলোকে বেসরকারিকরণ করার পরিকল্পনা করা হচ্ছে। যার প্রতিবাদেই এই বনধকে সমর্থন জানানো হচ্ছে। এর ফলে এই দু’দিন ব্যাঙ্ক পরিষেবায় ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্মঘটীদের ভিড় দেখা যাচ্ছে। বনধ সফল করতে পথে নেমেছেন তাঁরা। কিছু জায়গায় বনধ সমর্থকদের বিক্ষোভের ছবি সামনে আসছে। বারাসাতের চাপাডালি মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান সমর্থকরা।

এদিকে হুগলির চুঁচুড়াতেও কিছু বিক্ষিপ্ত বনধের ছবি সামনে এসেছে। চুঁচুড়া বাস টার্মিনাল অবরুদ্ধ। সকাল থেকে একটি বাসও রাস্তায় বেরোয়নি। সকালে এখানে ধর্মঘটের সমর্থনে পিকেটিং করেন সমর্থকেরা।

নিউটাউনের কিছু জায়গায় বামেদের মিছিল চোখে পড়েছে। পাশাপাশি রাস্তা অবরোধ। টায়ার জ্বালিয়ে নিউটাউনের ঢালাই ব্রিজ মোড়ের সামনে রাস্তা অবরোধ করা হয়। যদি পুলিশ এসে পরে অবরোধ তুলে দেয়।

অন্যদিকে, ব্যাঙ্কের পাশাপাশি কয়লা, স্টিল, তেল, তামা, টেলিকম, বীমা সহ একাধিক সেক্টর এই বনধে যোগ দেবে বলে আগেই জানিয়েছিল। ফলে দেশজুড়ে আগামী একাধিক সেক্টরের পরিষেবাতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, এই রাজ্যে বনধে জনজীবন স্বাভাবিক রাখার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে দু’দিন রাজ্য সরকার এবং সরকারের অনুদানে চলা সমস্ত প্রতিষ্ঠান খোলা রাখতে হবে। সব কর্মচারীর অফিসে আসা বাধতামূলক। অফিসে যোগদান করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। ওই দু দিন বিশেষ কারণ ছাড়া কারও ছুটি মঞ্জুর করা হবে না।

Previous articleMamata Banerjee: হাত – পা – মাথা সবটাই কাটা গেল’,‘খুন হয়েছে তৃণমূল, আগুন লাগাল তৃণমূল আর তৃণমূলকেই গালাগালি দেওয়া হচ্ছে!’ মমতা
Next articleWB Assembly: বিধানসভায় ধুন্ধুমার, সাসপেন্ড শুভেন্দু অধিকারী সহ চার বিধায়ক, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here