Bhagwani Devi: ওয়র্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্সে জোড়া পদক ৯৪ বছরের ভগওয়ানি দেবীর!

0
431

দেশের সময় ওয়েবডেস্কঃ ৯৪ বছরের ভগওয়ানি দেবী ওয়র্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জিতলেন একটি সোনা, দুটি ব্রোঞ্জ পদক। আবারও ভারতকে গর্বিত করলেন তিনি। 

বয়সভিত্তিক বিভাগে ভগবানী দেবীর প্রথম ইভেন্ট ছিল ১০০ মিটার দৌড়। ২৪.৭৪ সেকেন্ডে দৌড় সম্পূর্ণ করে সোনার পদক জিতে চমকে দেন।

ভগবানী দেবীর কৃতিত্ব ইনস্টা স্টোরিতে শেয়ার করে শুভেচ্ছা জানান বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷

চলতি বছরে চেন্নাইয়ে অনুষ্ঠিত জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিনটি মেডেল জেতেন ভগবানী দেবী। সেই সাফল্যের কারণে বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করার সুযোগ পান।

 ফিনল্যান্ডের ট্যাম্পেয়ারের আসর বসেছে ওয়র্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের। তাতে ১০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন ভগওয়ানি দেবী ডাগর। ২৪.৪৭ সেকেন্ডে শেষ করেছেন ১০০ মিটার। এছাড়াও শটপাটে দুটো ব্রোঞ্জ জিতেছেন তিনি। বয়স শুধুই একটা সংখ্যা তা আরও একবার প্রমাণ করলেন ভগওয়ানি দেবী ৷

Previous articleDrama : “শিশু শিখনে নাটকের ভূমিকা”গোবরডাঙা ছাত্রকল্যাণ বিদ্যাপীঠ বিদ্যালয়ের  উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল নাট্যকর্মশালা
Next articleFirst Flight from Deoghar to Kolkata : মঙ্গলবার চালু হচ্ছে দেওঘর – কলকাতা প্রথম বিমান পরিষেবা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here