Bhadu Sheikh: রামপুরহাটের ভাদু শেখ খুনে গ্রেফতার তিন জন, তৎপর বীরভূম পুলিশ

0
699

দেশের সময় ওয়েবডেস্কঃ রামপুরহাটের তৃণমূল নেতা ভাদু শেখ খুনের ঘটনায় বিভিন্ন এলাকা থেকে মোট তিনজনকে গ্রেফতার করল বীরভূম পুলিশ। মালদহ, ঝাড়গ্রাম এবং বীরভূম থেকেই এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন, সঞ্জু শেখ, সেরা শেখ এবং রাজা শেখ।

ধৃতদের মধ্যে সঞ্জু শেখের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরা তিনজনেই ঘটনার পর থেকে পলাতক ছিল। সিসি ক্যামেরার ফুটেজ ও মোবাইল লোকেশন ট্র‌্যাক করে এই তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ।

এর আগে হানিফ গ্রেপ্তার হয়েছিল। এই তিনজনকে আগ্নেয়াস্ত্র সরবরাহ করার অভিযোগ রয়েছে হানিফের বিরুদ্ধে। এদিকে এবার এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে ভাদু শেখ খুনের ঘটনার পিছনে কী কারণ রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। প্রসঙ্গত, গত ২১ মার্চ রাতে বীরভূমের রামপুরহাটের বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে ৷

গত সোমবার রামপুরহাটে ভরসন্ধ্যায় খুন হয়েছিলেন ভাদু শেখ। কে বা কারা তাঁকে বোম মেরে খুন করেছিল। অভিযোগের তির তৃণমূলেরই অন্য গোষ্ঠীর দিকে। এই খুনের পর থেকেই তোলপাড় গোটা রাজ্য। সেদিন রাতেই জ্বালিয়ে দেওয়া হয় বগটুই গ্রামের একের পর এক বাড়ি। পুড়ে মারা যান ৯ জন। এখনও সেই হত্যালীলার রেশ কাটেনি। হাইকোর্টের নির্দেশে বগটুইকাণ্ডের তদন্ত করছে সিবিআই। তবে ভাদু শেখের খুনের তদন্তভার এখনও রাজ্য পুলিশের হাতেই রয়েছে।

এদিকে বগটুই কাণ্ডের তদন্তে সক্রিয় কেন্দ্রীয় সংস্থা সিবিআই। লাগাতার তাঁরা জেরা করছেন সন্দেহভাজনদের। সেই সঙ্গে প্রত্যক্ষদর্শী, স্থানীয় ও স্বজনহারাদের বয়ানও রেকর্ড করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত বড় কোনও সূত্রের খোঁজ পায়নি সিবিআই। দমকল আধিকারিক ও নিচুতলার পুলিশ কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর। এদিন সকাল থেকেই গ্রামে ম্যারাথন তল্লাশি চালাচ্ছেন সিবিআইয়ের আধিকারিকেরা।

অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত বড় কোনও সূত্রের খোঁজ পায়নি সিবিআই। দমকল আধিকারিক ও নিচুতলার পুলিশ কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর। এদিন সকাল থেকেই গ্রামে ম্যারাথন তল্লাশি চালাচ্ছেন সিবিআইয়ের আধিকারিকেরা।

Previous articlePM Narendra Modi: সিএএ প্রসঙ্গ এড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী! মতুয়া মঞ্চে রাজনৈতিক হিংসা নিয়ে বার্তা নরেন্দ্র মোদীর
Next articleপাকিস্তানের রাজনীতিতে নয়া মোড় ,ইস্তফা দিতে পারেন ইমরান?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here