Bengali New Year: নাচ-গান, খাওয়া-দাওয়া! বাংলা নববর্ষে নানা আয়োজন বনগাঁয়

0
1025

দেশের সময়, বনগাঁ: এবছরের বাংলা নববর্ষে বনগাঁ ফের মেতে উঠতে চলেছে। করোনার চোখ রাঙানি কাটিয়ে উঠে ফের নববর্ষ উদযাপনে পথে নামছে সীমান্তের মানুষ। শহরের বুকে আয়োজিত হতে চলেছে বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান। সেখানে যেমন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের ডালি, তেমনই থাকবে খাওয়া দাওয়া, আড্ডা। খেলাঘর ময়দান প্রাঙ্গণে হতে চলেছে বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান।

পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ জানান, খেলাঘর ময়দানের বনগাঁ উৎসব ২০২২ -র মঞ্চেই বর্ষবিদায় এবং নববর্ষ উৎসব উদযাপন করা হবে পুরসভার উদ্যোগে৷ নাচ-গান-নাটক-কবিতা-ছবি আঁকা সবে মিলিয়ে জমজমাট উৎসবের মেজাজে থাকবে বনগাঁবাসীর।

করোনা সময়কালে দুবছর নববর্ষ উদযাপনকরতে পারেননি এই শহরের আনন্দ প্রিয় মানুষেরা৷ পাশাপাশি বিভিন্নকবি-সাহিত্যিক থেকে শুরু করে নৃত্য-সংগীত সংস্থার সঙ্গেযুক্ত বহু মানুষ তাঁদের অনুষ্ঠান থেকে বঞ্চিত ছিলেন৷ তাঁদের কথা এবং ছোট ছোট শিশুদের কথাও মাথায় ছিল,তাই সকলের জন্য এবছর বর্ষবিদায় ও বর্ষবরণের আয়োজন করা হয়েছে৷

বিভিন্ন স্টলে খাওয়া দাওয়া, কেনাকাটার ব্যবস্থাও থাকবে এই উৎসবে। এই অনুষ্ঠান চলবে দু’দিন ধরে। বনগাঁর একটি সাংস্কৃতিক সংস্থা ‘ নতুন আশা’ তাঁদের এক সদস্যা অর্পিতা বণিক জানান বাংলা বর্ষবিদায় ও বর্ষবরণের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দু বছর পর সবাই মিলে এই অনুষ্ঠান উদযাপন করার আনন্দটাই অন্যরকম অনুভূতি যা এবার পেতে চলেছি৷
সবমিলিয়ে করোনার ভয় কাটিয়ে ফের বর্ষবরণের অনুষ্ঠানে মাতবে সীমান্ত শহর বনগাঁ।

Previous articleWeather Update: গরমে জেরবার বাংলা, আজ কি বৃষ্টি হবে?‌ জানুন আবহাওযার আপডেট
Next articleBengali Rituals: নববর্ষের আগে শিবের গাজনে মাতোয়ারা বাংলা! চড়ক নিয়ে রইল কিছু তথ্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here