Bengal Weather: আজও মেঘলা আকাশ,দক্ষিণবঙ্গের তিন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়ার পূর্বাভাস

0
1053

দেশের সময় ওয়েবডেস্কঃ রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমি ঝঞ্ঝার কারণে এই পরিস্থিতি। উত্তরবঙ্গে শিলাবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। গত কয়েকদিন রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শনিবার দিনভর মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাহাড় এবং ডুয়ার্সেও।

মেঘলা আকাশ এবং দিনভর বৃষ্টির জেরে শুক্রবার গাঙ্গেয় বঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে নেমে গিয়েছিল। সোমবারও সেই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা। হাওয়া অফিসের পূর্বাভাস, সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। রবিবারও এই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে জানানো হয়েছে।

আবহবিদেরা জানাচ্ছেন, উত্তর-পশ্চিম ভারত থেকে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা পূর্বভারতের দিকে বয়ে এসেছিল। তার প্রভাবে বুধবার থেকে আকাশ শুধু মেঘলা ছিল। বৃষ্টিও হয়েছে কমবেশি। পৌষসংক্রান্তিতে রোদের দেখা মেলেনি। তার জেরেই এমন পরিস্থিতি। আগামী ১৮ ডিসেম্বর আরও এক বার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যেতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রের খবর।

আজ, শনিবার কলকাতার আবহাওয়া কেমন থাকবে পারে? আলিপুর জানাচ্ছে, আজ কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১ এবং ১৬ ডিগ্রি সেলসিয়াস। 

আংশিক মেঘলা আকাশ এবং দু-এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কাল, রবিবার কলকাতায় কুয়াশা থাকতে পারে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। 

Previous articleসেনাধ্যক্ষ বিপিন রাওয়াতের কপ্টার ভেঙে পড়েছিল পাইলটের ভুলেই, জানা গেল তদন্তে
Next articleCovid India: দেশের করোনা গ্রাফে লাগাম নেই, নতুন কোভিড সংক্রমণ ২.৬৮ লাখ, পজিটিভিটি হার বেড়ে ১৬.৬৬ শতাংশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here