Bengal Covid Update: ‌ফের ১০ হাজারের গণ্ডি টপকাল দৈনিক সংক্রমণ, শীর্ষে কলকাতা

0
423

দেশের সময় ওয়েবডেস্কঃ পরীক্ষা বাড়তেই ফের রাজ্যে বাড়ল দৈনিক সংক্রমণ।
সোমবার ১০ হাজারের নিচে ছিল রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার দৈনিক সংক্রমণ ১০ হাজার ছাড়াল। সামান্য বাড়ল মৃত্যুও। স্বাস্থ্যভবনের মঙ্গলবার সন্ধের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১০,৪৩০ জন। মৃত ৩৪।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩,৩০৮ জন।  দৈনিক সংক্রমণের শীর্ষে যথারীতি কলকাতা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২,২০৫ জন। গতকাল কলকাতার দৈনিক সংক্রমণ ২ হাজারের নিচে ছিল। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী,

গত ২৪ ঘণ্টায় এই জেলায় আক্রান্ত ১,৭৬১ জন। তবে এই জেলায় সোমবারের তুলনায় কমেছে সংক্রমণ। তৃতীয় দক্ষিণ ২৪ পরগণা। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৮৮৫ জন। চতুর্থ স্থানে হুগলি। সেখানে একদিনে সংক্রমিত ৪৫৪ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,১৭,৫১৪।

গতকালের তুলনায় দুই মেদিনীপুরেই বৃদ্ধি পেয়েছে আক্রান্তের সংখ্যা। দুই বর্ধমানের মধ্যে পূর্ব বর্ধমানে দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও পশ্চিম বর্ধমানের দৈনিক আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়েছে।

দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় দৈনিক আক্রান্তের সংখ্যা সোমবারের তুলনায় বৃদ্ধি পেলেও পুরুলিয়ায় আক্রান্তের সংখ্যা কমেছে। বীরভূম ও নদিয়াতেও আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় কমেছে।
তবে এখনও বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়াচ্ছে মালদহ ও দার্জিলিঙের করোনা পরিস্থিতি।

মালদহে নতুন করে ৬০৯ জন ও দার্জিলিঙে ৪০৩ জন সংক্রমিত হয়েছেন।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ৩৪ জনের। এর মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১০ জন। উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন সাত জন। মঙ্গলবার সংক্রমণমুক্ত হয়েছেন ১৩ হাজার ৩০৮ জন। সোমবার রাজ্যে দৈনিক সংক্রমণের হার কমে ২৬.৪৩ শতাংশ হয়েছিল। মঙ্গলবার তা আরও কমে হল ১৯.৩৮ শতাংশ।

দৈনিক মৃত্যুর নিরিখেও শীর্ষে কলকাতা। মারা গেছেন ১০ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০,১৫৫ জন। রাজ্যের মৃত্যুহার ১.০৫ শতাংশ। গত একদিনে রাজ্যে ৫৩,৮২৪ জনের করোনা পরীক্ষা হয়েছে। সংক্রমণের হার বা পজিটিভিটি রেট ১৯.৩৮ শতাংশ।

Previous articleCM on Narayan Debnath: ‘‌কমিক্স জগতের অপূরণীয় ক্ষতি’‌, নারায়ণ দেবনাথের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
Next articleWeather Update: শীতের দাপট আর কত দিন, জানিয়ে দিল হাওয়া অফিস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here