Beauty Contest 2023: বনগাঁয়  “বঙ্গসুন্দরী ” ফ্যাশন- শো ও বিউটি কনটেস্ট অডিশনে উপচে পড়ল ভিড় : দেখুন ভিডিও

0
467
অর্পিতা বনিক , দেশের সময় :

নারীর শারীরিক সৌন্দর্য ছাড়া তার বুদ্ধিমত্তা, বিচার বোধ এই বিষয়গুলো নিয়ে টেলার্স নিভার উদ্যোগে শনিবার থেকে শুরু হল “বঙ্গসুন্দরী ” ফ্যাশন শো ও বিউটি কনটেস্ট  অডিশন ৷

এই প্রতিযোগিতায় র‍্যাম্পে হাঁটা শুধু মুখমন্ডলের  সৌন্দর্য বিচারের মাপকাঠি নয় ৷ দেখা হবে  প্রতিযোগীদের প্রতিভা ৷ তার উপরেই বিশেষ নজর দিচ্ছেন বিচারক মন্ডলী ৷ দেখুন ভিডিও

সংস্থার আধিকারিক তপন চক্রবর্তী জানান, ‘‘আমরা  যা দেখতে চাইছি তা হল একজন প্রতিযোগী তিনি বয়সের তুলনায় মানসিকভাবে কতটা আধুনিক, কতটা সক্রিয় বা আশাবাদী – এগুলোই বিচার্য। তবে তার সাথে সেই মানুষের মানসিক গঠন কি রকম সেটাই মূলত দেখে নেওয়া হবে। এই অনুষ্ঠানে যাঁরা প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছেন, তাঁদের জন্য একটি প্রশ্নমালা ভর্তি করতে হয়েছিল। যার থেকে আমরা বুঝে নিয়েছিলাম তার মানসিক গঠন। এর সঙ্গে যুক্ত হয়েছে তাঁর মঞ্চের উপস্থাপনা। সব কিছু মিলিয়ে একজন প্রতিযোগী বা প্রতিযোগিনী বিজয়ী হয়ে উঠবেন। এই প্রতিযোগিতার প্রথম দিনের অডিশনে বিচারক হিসাবে ছিলেন মৌলি রায় এবং জীৎ গণ  ।’’

এই প্রতিযোগিতার প্রথম দিনের অডিশন  হয়ে গেল বনগাঁ কুমোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে ৷ দ্বিতীয় দিনের অডিশন  রবিবার  এবং ফাইনাল প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর শনিবার বনগাঁ নীলদর্পণ পেক্ষা গৃহে ৷

Previous articleWeather Update: আজ মরশুমের শীতলতম দিন পেল কলকাতা,বছরের শেষটায় কি বৃষ্টিতে ভিজবেন নাকি শীতে থাকবেন জুবুথুবু? জানুন
Next articleDesher Samay epaper দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here