B,Com Chaiwala: দেশভক্তি: দু বছর ধরে ভারতীয় সৈনিকদেরকে বিনামূল্যে চা খাওয়াচ্ছেন ‘বি,কম চাওয়ালা’ : দেখুন ভিডিও

0
185
সঙ্গীতা চৌধূরী, কলকাতা

 

ভারতবর্ষ স্বাধীনতার ৭৮ তম বর্ষে পদার্পণ করেছে। বহু মানুষের আত্মত্যাগের ফলে আজ এই স্বাধীনতা। তবে এখনও বহু  মানুষ কোন না কোনভাবে আজও আত্মত্যাগ করে চলেছেন দেশের জন্য। বিশেষ করে যারা আমাদের দেশের সৈনিক । আর এই সৈনিকদের সন্মান জানিয়েই এক সামান্য চা বিক্রেতা একটি সাইনবোর্ড টাঙিয়েছেন রাস্তার ধারে নিজের ছোট্ট দোকানে। আর সেখানে গোটা গোটা হরপে লেখা আছে, FREE FOR INDIAN ARMY । কৌতূহলবশত জানতে চাইলে উত্তর আসে, আমার সামর্থ্য খুব অল্প। তবে যারা নিজেদের জীবন বিপন্ন করে দেশের জন্য যুদ্ধ করে তাঁদের সম্পূর্ণ বিনামূল্যে চা খাওয়াই। অভিনব এই প্রয়াস খোদ দক্ষিণ কলকাতার অভিজাত পাড়া লেক মার্কেট অঞ্চলে। বিগত দু বছর ধরে চা বিক্রেতা তার এই সুন্দর ভাবনাকে কার্যকর করছেন। ছোট ভাইয়ের পাশে এসে দাঁড়িয়েছেন তার দাদাও। দুজনে মিলেই আরও অনেক স্বপ্ন দেখছেন ভারতীয় সৈনিকদের জন্য I তাঁদেরকে কিভাবে আরও সন্মান জানানো যায়।

বি,কম পাশ ব্যান্ডেল গেট এলাকার বাসিন্দা সৌরভ ঠাকুরের কথায় ছোট থেকেই দেশের জন্য কিছু করতে ইচ্ছা করত । বি,কম পাশ করেও কোনো সরকারি চাকরি জোটেনি তাই চায়ের দোকানের সামান্য উপার্জনে মধ্যে দিয়ে দেশের সেনাদেরকে ক্ষনিকের জন্য হলেও সেবা করতে পেরে খুশি I

Previous articleটালিগঞ্জে স্বামী প্রণবানন্দ বিদ্যাপিঠে স্বাধীনতা দিবস পালন
Next articleঅশোকনগর ক্যারাম লাভার্স এ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here