BBC DOCUMENTARY: বিবিসি-র তথ্যচিত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা জেএনইউ-তে

0
371

দেশের সময় ওয়েবডেস্কঃ এবার বিবিসি-র তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চেন’-এর প্রদর্শন বন্ধের নির্দেশ পৌঁছল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে । আগামীকাল, মঙ্গলবার জেএনইউ-তে ওই তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করেছিল কিছু পড়ুয়া। তার উপরেই নিষেধাজ্ঞা জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এই ধরনের কার্যকলাপ বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত করতে পারে।’

বিবিসি-র এই তথ্যচিত্র নিয়ে গত কয়েক দিন ধরেই বিতর্ক চলছে। সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে মুছে ফেলা হচ্ছে এই ছবিটি। কারণ গুজরাতের সাম্প্রদায়িক হিংসা নিয়ে তৈরি এই ছবিকে কেন্দ্রীয় সরকার ‘অপপ্রচার’ আখ্যা দিয়েছে। দাবি করেছে, ঔপনিবেশিক মানসিকতা থেকে তথ্যচিত্রটি তৈরি হয়েছে।

এই কারণ দেখিয়ে রবিবারই কেন্দ্রের তরফে বিবিসি-র ওই তথ্যচিত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়। তার পরের দিনই ছবি না দেখানোর নির্দেশিকা জারি করল জেএনইউ।
বিবিসি-র ওই তথ্যচিত্রটি যথেষ্ট গবেষণা করে করা বলেই দাবি করেছে তারা। দু’দশক আগে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর জমানায় গোধরা-কাণ্ড এবং তার পরবর্তী সাম্প্রদায়িক হিংসার কথা তুলে ধরা হয়েছে এক ঘণ্টার ওই তথ্যচিত্রে। কিন্তু তথ্যচিত্রটি প্রকাশ পাওয়ার পর থেকেই সরকারি ভাবে বলপ্রয়োগ করে তা সরিয়ে নেওয়া হচ্ছে সব জায়গা থেকে। আরোপ করা হচ্ছে নিষেধাজ্ঞা। এবার সেই তালিকায় ঢুকে গেল জেএনইউয়ের নামও।

Previous articleMohan Bhagwat: ‘নেতাজির আদর্শেই চালিত হয় আরএসএস’: মোহন ভগবত , এদিন ষোলোআনা স্বয়ংসেবকের ভূমিকায় শুভেন্দু
Next articleWeather report: অস্থির আবহাওয়ায় শীতপ্রেমীদের বিন্দুমাত্র খুশি হওয়ার নেই!সরস্বতী পুজোয় আদৌ কি ফিরবে ঠান্ডা?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here