Basirhat :স্বরূপনগরে হনুমানের কামড়ে জখম হয়ে হাসপাতালে ভর্তি ২০ জন

0
373

দেশের সময় ওয়েবডেস্কঃ বসিরহাটে হনুমানের তাণ্ডব । কামড় খেয়ে হাসপাতালে ভর্তি ২০ জন। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এমন ঘটনায়৷ স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, বসিরহাটের স্বরূপনগরে সম্প্রতি হনুমানের দল ব্যাপক গোলমাল শুরু করেছে।

বাংলাদেশ সীমান্তের কাছেই স্বরূপনগরের হাকিমপুর গ্রাম৷ সীমান্তঘেঁষা এই গ্রামেই হনুমানের তাণ্ডবে নাজেহাল এলাকার মানুষ। গ্রামেরই ২০ জন বাসিন্দাকে হনুমান কামড়ে দিয়েছে বলে অভিযোগ। কামড় খেয়ে তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। ভয়ে সিঁটিয়ে রয়েছেন সকলে।

হনুমানের কামড় খেয়ে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ২০ জনকে। এলাকার মানুষ রীতিমতো আতঙ্কিত। বাড়ি থেকে বাইরে বেরোতেই ভয় পাচ্ছেন তাঁরা।

Previous articleHS Result 2022: উচ্চমাধ্যমিকে অকৃতকার্য,পাশ না করালে আত্মহত্যার হুমকি দিয়ে পথ অবরোধ বনগাঁর পরীক্ষার্থীদের
Next articleTerrorist Killed: ‌অমরনাথ যাত্রায় হামলার চেষ্টা, ২ জঙ্গিকে খতম করে ছক বানচাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here