Basanta utsav বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদের উদ্যোগে চৈত্রে বসন্ত উৎসব দেখুন ভিডিও

0
163
অর্পিতা বনিক বারাসত

শুক্রবার সকালে চৈত্রে -ফাগুন হাওয়ায় ভেসে বসন্ত উৎসবে রঙিন হল উত্তর ২৪ পরগনার বারাসতের বনমালীপুর।

নতুন প্রজন্মের কাছে দেশের ঋতুভিত্তিক উৎসব ছড়িয়ে দিতে এই বসন্ত উৎসবের আয়োজন বলে জানান, বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আশিস সরকার । দেখুন ভিডিও

বাংলায় বসন্ত ঋতু পালা করে আসে মানুষের দরজায়। কড়া নাড়ে তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে। হাজির হয় জীবন-জীবিকার, আনন্দ-বেদনার বার্তা নিয়ে। আর এর মধ্যেই আমাদের জীবনপ্রবাহ। এক অর্থে এই জলবায়ুজীবনই আমাদের নিয়তি। ঋতুর মেরুকরণের মধ্যেই প্রকৃতি যেন আপনা-আপনি গেয়ে ওঠে সুখ-দুঃখের গান। আর তারই সুরে সুর মিলিয়ে মানুষ সেই সব ঋতুকে উদ্‌যাপন করে থাকে।

ফাল্গুন যায়, চৈত্র আসে। চৈত্র, বসন্তের শেষ মাস, বিশেষ করে ১৫ চৈত্রের পর বেজে ওঠে বসন্তের বিদায়ী সুর। নানা রকম ঘটনা আর উৎসবের সাক্ষী হয়ে বিদায় নেয় বসন্ত। সবাই মেতেছে এ উৎসবে।

Previous articleRamkrishna Mission President : রামকৃষ্ণ মিশনের নতুন অন্তবর্তীকালীন অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ মহারাজ
Next articleNandadulal Mohanto: প্রয়াত মতুয়া সম্প্রদায়ের পিএইচডি গবেষক ডঃ নন্দদুলাল মোহন্ত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here