Bangladesh News:এক সপ্তাহে সুন্দরবনে মিলল ১৩৪ টি মৃত হরিণ

0
114
জাকির হোসেন, ঢাকা:

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের বাংলাদেশ অংশের বিভিন্ন চর থেকে গত এক সপ্তাহে উদ্ধার করা হয়েছে ১৩৪ মৃত হরিণ৷ রোববার (২ জুন) রাত অবধি উদ্ধার করা এসব হরিণ বনের বিভিন্ন পয়েন্টে মাটিচাপা দিয়েছেন বনরক্ষীরা। এর আগে ঝড়ের পর থেকে বুধবার পর্যন্ত বনের বিভিন্ন চর থেকে ৯৬টি মৃত হরিণ ও ৪টি মৃত শূকর উদ্ধার করা হয়। এ নিয়ে ঘূর্ণিঝড় রিমালের পরে সুন্দরবন থেকে ১৩৪ মৃত হরিণসহ ১৩৮ মৃত বন্যপ্রাণি উদ্ধার করল বাংলাদেশ বন বিভাগ। এছাড়া জীবিত ও আহত অবস্থায় ১৮ হরিণ ও একটি অজগর উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেগুলোকে বনে অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশের সুন্দরবন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে দেশের সময়কে জানান, “ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সুন্দরবনের অনেক ক্ষতি হয়েছে। জোয়ার-জলোচ্ছ্বাসের পানিতে সুন্দরবনের বেশিরভাগ অংশ প্লাবিত হয়েছে। মিষ্টি পানির পুকুরগুলো সব নোনা পানিতে প্লাবিত হয়েছে। ঝড়ের পর থেকে এই রোববার রাত অবধি বনের কটকা, নীলকমল, জ্ঞানপাড়া, আলোরকোল, করমজল, কচিখালী, পক্ষীরচর, শেলারচর, ডিমেরচর নারিকেলবাড়িয়াসহ বিভিন্ন এলাকা ও নদী-খাল থেকে ভাসমান অবস্থায় ১৩৪ মৃত হরিণসহ ১৩৮ প্রাণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।”

উল্লেখ্য, সুন্দরবন বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলির অন্যতম৷ পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত৷ সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় অখণ্ড বনভূমি৷ দশ হাজার বর্গকিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬৫১৭ বর্গকিলোমিটার তথা ৬৬% রয়েছে বাংলাদেশ অংশে এবং বাকি ৩৪% রয়েছে ভারতের মধ্যে৷

Previous articleLok Sabha Election 2024 Counting: গণনা টেবিলের ধারে-কাছে যেতে পারবেন না অস্থায়ী কর্মীরা’, কমিশনকে নির্দেশ হাইকোর্টের , মঙ্গলে কখন স্পষ্ট হবে লোকসভা ভোটের ফলাফল? জানুন
Next articleLok Sabha Election Result : দিল্লির কুর্সিতে কে? চূড়ান্ত ফল জানা যাবে আজই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here