Bangladesh News:নোবেলজয়ী ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার প্রস্তাবে সায় বাংলাদেশের রাষ্ট্রপতির,অন্তর্বর্তিকালীন সরকারের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ আজই?

0
353

বাংলাদেশে অন্তর্বর্তিকালীন সরকারের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ আজই?নোবেলজয়ী ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার প্রস্তাবে সায় বাংলাদেশের রাষ্ট্রপতির I

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রূপরেখা ঠিক কী হতে চলেছে! সেই দিকে ছিল সব নজর। মঙ্গলবার বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবন ‘বঙ্গভবনে’ দীর্ঘ আলোচনার হয়। এরপর স্থির করা হয় নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তিকালীন সরকারের প্রধান করা হবে। রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠক হয়। এরপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবারেই দেশে ফিরতে পারেন ড. ইউনূস। বুধবার অন্তর্বর্তিকালীন সরকারের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হবে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে যানচলাচল। রাস্তায় শৃঙ্খলা রক্ষায় দেখা যাচ্ছে পড়ুয়াদের। এই মুহূর্তে তিনি প্যারিসে রয়েছেন। মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, তাঁর একটি ছোট অপারেশন হয়েছে। বুধবার তিনি দেশের উদ্দেশে রওনা দেবেন। বুধ বা বৃহস্পতিবার সকালের মধ্যে তিনি দেশে এসে পৌঁছবেন।

প্রসঙ্গত,বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নাম আগেই প্রস্তাব করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মঙ্গলবার বঙ্গভবনে দিনভর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক এবং সন্ধেয় আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের পর এব্যাপারে সহমত প্রকাশ করলেন
বাংলাদেশের স্থানীয় সংবাদমাধ্যমকে রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন একথা জানিয়ে বলেন, ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক-সহ সংশ্লিষ্টদের বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি।

আবেদিন আরও জানিয়েছেন, আলাপ আলোচনার মাধ্যমে বাকি সদস্যদের নামও শীঘ্রই চূড়ান্ত করা হবে।
প্রসঙ্গত, ইউনুসই যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাথায় বসতে চলেছে, সোমবার সকালে ‘দ্য ওয়াল’-এ এই সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল। আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামও জানিয়েছিলেন, তাঁদের সঙ্গে নোবেল জয়ীর কথা হয়েছে এবং তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে রাজি হয়েছেন।

সোমবার দুপুরে হাসিনা দেশ ছেড়ে পালানোর পরও দেশ জুড়ে যখন অরাজকতা চলছিল, তখন আন্দোলনকারীরা জরুরি ভিত্তিতে সাংবাদিক বৈঠক ডেকে জানিয়ে দিয়েছিলেন, হাসিনার পদত্যাগ তাদের জয়যাত্রার একটি ধাপ। চূড়ান্ত বিজয় সম্ভব হবে দেশের শাসন ব্যবস্থার সংস্কারের মধ্য দিয়ে। তারজন্য উপযুক্ত মানুষের হাতে ক্ষমতা হস্তান্তর জরুরি।

এরপরই আলোচনায় বেশ কয়েকটি নাম উঠে এলেও প্রথম থেকেই এগিয়ে ছিলেন ইউনুস।

আন্দোলনকারীদের দাবি মেনে এদিন দুপুরেই সংসদ ভেঙে দিয়েছিলেন রাষ্ট্রপতি। সন্ধেই অন্তর্বর্তী সরকার গঠনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ জন সমন্বয়ক। সেখানেই সর্বসম্মতিক্রমে ইউনুসের নাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গৃহীত হয়েছে। এখন দেখার বাংলাদেশের অশান্তি থামে কি না।

 

Previous articlePetrapoleপ্রাণ বাঁচাতে হোটেলের ৪ তলা থেকে ঝাঁপ ভারতীয় যুবকের, দুটি ভাঙা পা নিয়ে পেট্রাপোল সীমান্তে পোঁছাল দুই ভাই: দেখুন ভিডিও
Next articleBangladesh Crisis: সম্প্রীতি রক্ষার আর্জি নিয়ে বাংলাদেশে মন্দির পাহারায় মুসলিম যুবকেরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here