দেশের সময় বনগাঁ: স্কুল-কলেজের সামনে থেকে জনবহুল এলাকা ইভটিজিং (Eveteasing), শ্লীলতাহানি রুখতে প্রস্তুত ‘বনগাঁ উইনার্স বাহিনী’ (Bangaon Winners Force) ।
এক কথায় মহিলাদের উপর অপরাধ দমনে বনগাঁতে তৈরি হলো উইনার্স বাহিনী।
গোটা বাংলা জুড়ে বেড়ে উঠছে নারী নির্যাতন এবং শিশুদের ওপর অত্যাচারের ঘটনা। এই বিষয় মাথায় রেখেই কলকাতা পুলিশের মতোই এবার বনগাঁ পুলিস জেলাতে তৈরি হল ‘উইনার্স বাহিনী’। বনগাঁ পুলিস জেলার অফিস থেকে পুলিসের দুই উচ্চপদস্থ আধিকারিকের উপস্থিতিতে এই বাহিনীর পথ চলা শুরু হল।
গোটা বনগাঁ শহর মটরবাইকে করে ঘুরে বেড়াবে এবং মহিলাদের সঙ্গে কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তারা অ্যাকশন নেবে এবং স্থানীয় থানাকে ইনফর্ম করবে ৷
পরনে কালো পোশাক, মাথায় কালো হেলমেট, চোখে সানগ্লাস, মহিলাদের হেনস্থা রুখতে রাস্তায় নামল বিশেষ মহিলা পুলিশ ফোর্স। স্কুল-কলেজের সামনে থেকে জনবহুল এলাকা ইভটিজিং (Eveteasing), শ্লীলতাহানি রুখতে প্রস্তুত ‘বনগাঁ উইনার্স বাহিনী’ (Bangaon Winners Force) । বনগাঁ উইনার্স বাহিনীর এক সদস্যার কথায়, “মহিলারা মাঝেমাঝেই ইভটিজিংয়ের শিকার হন। আমরা খবর পেলেই পৌঁছে যাব। বিভিন্ন জায়গায় টহল দেব।‘’
নারী হেনস্থা রুখতে পদক্ষেপ: পুলিশ সূত্রে দাবি, প্রায় জেলা পুলিশের (Bangaon Police) কাছে ইভটিজিং-সহ নারী হেনস্থার একের পর এক অভিযোগ জমা পড়ছে। সেই কারণে বনগাঁ জেলা পুলিশের উদ্যোগে মহিলা পুলিশ কর্মীদের বিশেষ প্রশিক্ষণ( Special Training) দিয়ে তৈরি করা হয়েছে এই বাইক বাহিনী।
শুক্রবার বনগাঁ পুলিস সুপারের অফিসে পুলিস জেলার জন্য উইনার্স বাহিনীর সুচনায় হাজির ছিলেন আইজি (প্রেসিডেন্সি রেঞ্জ) তন্ময় রায়চৌধুরী, এডিজি (দক্ষিণবঙ্গ) সিদ্ধিনাথ গুপ্তা, বনগাঁ জেলা পুলিস সুপার তরুণ হালদার সহ পুলিসের পদস্থ কর্তারা।
মূলত মহিলাদের উপর অপরাধে রাশ টানতেই পুলিসের এই উদ্যোগ। উইনার্স টিমের মহিলা বাইক বাহিনী আপাতত বনগাঁ শহর এলাকাতেই নজরদারি চালাবে। এছাড়াও কোনও ধর্মীয় অনুষ্ঠান হোক কিংবা বাজার, স্কুল-কলেজের সামনেও উইনার্স টিমের টহলদারি থাকবে। একজন মহিলা এসআই সহ ১২ জন থাকছে বাহিনীতে। পরবর্তীতে বনগাঁ পুলিস জেলার অন্যান্য থানাতেও এই বাহিনী চালু করা হবে।
এই প্রসঙ্গে বনগাঁ পুলিস জেলার পুলিস সুপার তরুণ হালদার বলেন “মুলত মহিলাদের উপর অপরাধ দমনের জন্যই মুখ্যমন্ত্রীর নির্দেশে উইনার্স টিম চালু করা হয়েছে। এটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। প্রথমত বনগাঁ শহর ও তৎসংলগ্ন এলাকায় উইনার্স টিম টহলদারি করবে। পরবর্তীতে বনগাঁ পুলিশ জেলার অন্যত্র উইনার্স টিম গড়ে তোলা হবে।”