Bangaon News: বনগাঁর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে শপথ নিলেন গোপাল- জ্যোৎস্না, মাল্টু দিলেই চেয়ারম্যান হওয়া যায় বিস্ফোরক মন্তব্য কৃষ্ণা রায়ের

0
1479

পার্থ সারথি নন্দী বনগাঁ: অবশেষে জল্পনার শেষ৷ বনগাঁর রাজনীতি জুড়ে জোর চর্চা শুরু হয়েছিল পরবর্তী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কে হবেন তা নিয়ে। দেশের সময়ে আগেই যে দু’জন কাউন্সিলরের নাম লেখা হয়েছিল তাঁরাই বুধবার দুপুরে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে শপথ গ্রহণ করলেন৷

এদিন চেয়ারম্যান হিসাবে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল শেঠ শপথ গ্রহণ করলেন। পাশাপাশি চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জ্যোৎস্না আঢ্য শপথ নিলেন ভাইস চেয়ারম্যান হিসাবে৷

অন্যদিকে বুধবার দুপুরে বনগাঁ পৌরসভার শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে পদ না পেয়ে প্রাক্তন ভাইস চেয়ারম্যান কৃষ্ণা রায় বিস্ফোরক মন্তব্য করলেন এদিন৷ সংবাদমাধ্যমকে তিনি বলেন, পয়সা মালটু দিলেই এ দলে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান হওয়া যায়৷ আমায় পদ দেবে কেন। আমার পয়সা নেই। পদ পেতে হলে পয়সা নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়৷ এরপর তিনি তার পুত্রবধু কাউন্সিলর টুম্পা রায়কে নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের ঘর থেকে বেরিয়ে যান।

প্রসঙ্গত কৃষ্ণ রায় তৃণমূলের প্রার্থী হয়ে বনগাঁ পৌরসভার ৬ বারের কাউন্সিলর। ৩ বার তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন। এবার তাকে কোন পদে রাখা হয়নি৷
এদিন বিজেপি নির্দল কংগ্রেস সহ বনগা পৌরসভার ২২ জন কাউন্সিলর শপথ গ্রহণ করেন। গোপাল শেঠ চেয়ারম্যান এবং জোৎস্না আঢ্য ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

কৃষ্ণ রায় প্রসঙ্গে নবনিযুক্ত পৌর প্রধান গোপাল শেঠ বলেন” আগামী দিনে কৃষ্ণা দেবী আরো বড় কোন পদে থাকতে পারেন। আমরা দলের সৈনিক। কৃষ্ণ রায় আমাদের কাকিমা। আমাদের মাথার মনি।

প্রসঙ্গত , কয়েক দিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় নজরুল মঞ্চ থেকে পষ্টাপষ্টি বার্তা দিয়েছিলেন, চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান কারা হবেন তা দল ঠিক করে দেবে। এ নিয়ে লবিবাজি করলে চলবে না।

গত সোমবার সন্ধে সাড়ে ছ’টা পর্যন্ত দলগত ভাবে তৃণমূল ১০৮ পুরসভার চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান ঘোষণা না করলেও জেলায় জেলায় ভিন্ন ভিন্ন তালিকায় ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। যা নিয়ে বিভ্রান্তিও ছড়ায় দলের মধ্যে। ঠিক সেই সময়েই বৈঠকে বসেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

বিভিন্ন পুরসভায় বিভিন্ন জনের নাম চেয়ারম্যান হিসেবে চালিয়ে দিচ্ছেন তাঁদের অনুগামীরা। পুরনো ছবি নতুন করে দিয়েও বহু জায়গায় ধোঁয়াশা তৈরি হয় ৷বাদ যায়নি বনগাঁ পুরসভা এলাকাতেও৷

চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে অনুগামীরা এগিয়ে রেখেছিলেন বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ। ভাইস চেয়ারম্যান হওয়ার দৌড়ে রেখেছিলেন প্রাক্তন চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্যকে ।তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই দুটি নাম নিয়ে দীর্ঘ আলাপ-আলোচনাও করেছেন বলে সূত্রের খবর। যদিও প্রকাশ্যে তৃণমূল নেতারা এ বিষয়ে কুলুপ এঁটেছিলেন প্রথম থেকেই।

২২ আসন বিশিষ্ট বনগাঁ পুরসভায় এবারের নির্বাচনে ১৯ টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। একটি করে আসন পেয়েছে বিজেপি, কংগ্রেস এবং নির্দল। তৃণমূলের জয়ী এই ১৯ জন প্রার্থীর মধ্যে ১৮ জন এবং তার সঙ্গে জয়ী একজন নির্দল প্রার্থী ও একজন কংগ্রেস প্রার্থী বুধবার দুপুর ১:৩০ নাগাদ পুরসভায় কাউন্সিলর হিসেবে শপথ ন গ্রহণ করেন৷ । শপথ বাক্য পাঠ করান বনগাঁর ডেপুটি ম্যাজিস্ট্রেট সংঘমিত্রা দাস।

এদিকে অসুস্থতার কারণে আজ শপথ নিতে পারেননি ১৪ নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থী দিলীপ দাস। সূত্রের খবর তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

এদিন শপথ নেন বনগাঁ পুরসভার জয়ী তৃণমূল প্রার্থীরা। তারসঙ্গে কংগ্রেসের জয়ী একমাত্র প্রার্থী ঋতুপর্ণা আঢ্যও শপথ নেন।

শপথ গ্রহণের পর কংগ্রেস প্রার্থী ঋতুপর্ণা আঢ্য সহ তৃণমূল প্রার্থীদেরকে সংবর্ধনা দেন প্রাক্তন পুর প্রধান শঙ্কর আঢ্য৷

তৃণমূল প্রার্থীদের সঙ্গেই এদিন শপথ নেন একমাত্র জয়ী ১৮ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী চিরঞ্জিত বিশ্বাস।

অন্যদিকে, বিরোধী রাজনৈতিক দলের মধ্যে বিজেপির একমাত্র জয়ী প্রার্থী ৭ নম্বর ওয়ার্ডের দেবদাস মন্ডল শপথ নেন বলে জানা গেছে।

আগেই দলনেতা নির্বাচিত হয়েছেন ৬ নম্বর ওয়ার্ড থেকে জয়ী তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ বিশ্বাস। সবশেষে নবনির্বাচিত পুরপ্রধান, উপপ্রধান সহ কাউন্সিলরদের কে  নীলদর্পণ এর পাশের অনুষ্ঠান মঞ্চে সম্বর্ধনা জানানো হয়।

Previous articleBangaon Municipality: আজ দুপুরে বনগাঁ পুরসভার বোর্ড গঠন ও শপথ গ্রহন অনুষ্ঠান
Next articleAssembly: বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস সহ আরও তিন বিজেপি বিধায়কের নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা রাজ্য সরকারের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here