Bangaon Local Train বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো  আপ বনগাঁ লোকাল

0
20

সোমবার রাতে বারাসত স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে ঢিল ছোড়া দূরত্বে রেল লাইনে পর পর পাথর সাজানো ছিল বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের হঠাৎই তা নজরে আসে। শুরু হয় হইচই। সঙ্গে সঙ্গে লোকো মোটর ম্যানকে তা জানানো হয়। খবর দেওয়া হয় রেল পুলিশকেও। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে বড় বিপদ থেকে রক্ষা করেন অসংখ্য যাত্রীকে।

সোমবার রাতে তখন আপ বনগাঁ লোকাল ঢুকছে। হঠাৎই নজরে আসে রেললাইনে থরে থরে সাজানো পাথর। সকলে চিৎকার চেঁচামেচি শুরু করেন। বিপদ বুঝে স্টেশনে ঢোকার আগেই দাঁড় করানো হয় ট্রেনটি। তড়িঘড়ি পাথরগুলি সরানোর ব্যবস্থা করা হয়। ইতিমধ্যেই একজন পুলিশের স্ক্যানারে।

পাথরে যদি ট্রেনের চাকা পড়ত, তবে বড়সড় বিপদের সম্ভাবনা থাকত। যদি কারও নজরে এই ঘটনা না আসত, কী হতো, ভাবতেই পারছেন না যাত্রীরা। এই রেলপথে প্রতিদিন কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন। এমন ঘটনায় প্রশ্নের মুখে যাত্রীসুরক্ষা।

জিআরপির তরফে জানানো হয়েছে, মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি এই ঘটনা ঘটান। সে ক্ষেত্রে রেলকে আরও সতর্ক হতে হবে বলে দাবি যাত্রীদের।

তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো রাতের আপ বনগাঁ লোকাল এইটুকুই স্বস্তি।

Previous articleMamata Banerjee: স্বাস্থ্যে বাংলা দেশের সেরা! রাজ্য সরকারের বিশেষ কৃতিত্বের জন্য প্রশংসা মোদী সরকারের, ‘গর্বিত’ মমতা
Next articleBangaon Newsফের বনগাঁয় বাংলাদেশী ভুতুড়ে ভোটারের খোঁজ মিলল ! একই ভোটার তালিকায় দুটি নামে এপিক নাম্বার বাংলাদেশী ব্যাক্তির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here