Bangaon: বড় ‘মা’র জন্য মন খারাপ বনগাঁবাসীর দেখুন ভিডিও

0
636

অর্পিতা বনিক, বনগাঁ: শেষ হল বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব কালীপুজো। উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় কালীপুজো বিখ্যাত হলেও বেশ কিছু জায়গায় এমনও জাগ্রত প্রতিমা রয়েছেন যা কালীপুজোর দিন দর্শন করতে বহুদূরান্ত থেকে মানুষেরা আসেন। ঠিক তেমনই বনগাঁর হিন্দুমহাসভার কালী প্রতিমা ৷

৭৬ বছরে এবার পা রাখল এই পুজো৷ এই কালীপুজো হয় বৈষ্ণব মতে।অগণিত মানুষের ভিড় হয় এখানে। ১০৮টি ঢাকের তালে বর্ণাঢ্য শোভাযাত্রা করে এই প্রতিমাকে নিয়ে গিয়ে ইছামতি নদীতে বিসর্জন দেওয়ার রীতি রয়েছে। দেখুন ভিডিও:

পুজো কমিটির সদস্য অশোক ঘোষ বলেন, বনগাঁর বড় মা এই হিন্দু মহাসভার প্রতিমা ৷ তাঁর বিদায় বেলায় বনগাঁবাসীর মন খারাপ হয়ে যায়, তবে ফী বছর বড় মা আবার আসবেন তার অপেক্ষায় দিন গুনতে শুরু করেছে তাঁর ভক্তরা৷

২৮ অক্টোবরের মধ্যে এবছর কালীপুজোর বিসর্জন শেষ করতে হবে ।

এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে। কালিপুজোর প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে চারদিন সময় দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে বিসর্জন। অর্থাৎ ২৫, ২৬, ২৭ এবং ২৮ তারিখ চলবে প্রতিমা বিসর্জন। তারপরেই ছটপুজো রয়েছে। যে কারণে পুজোর আগে সমস্ত ঘাট আবার স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে তৎপর রাজ্য সরকার।


দুর্গাপুজোর সময় মালবাজারের হড়পা বানের ঘটনার ফলে এবারে বিশেষ তৎপরতা অবলম্বন করছে রাজ্য সরকার।


প্রত্যেকটি ঘাটে বেশি করে পুলিশি প্রহরার নির্দেশ দিয়েছে প্রশাসন। বিসর্জন এবং ছটপুজোর সময় যাতে ঘাটগুলিতে বিশেষভাবে নজরদারি চালানো হয় সেদিকেও নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘূর্ণিঝড়ের আশঙ্কা কেটে গেলেও আবহাওয়ার দিকে নজর রাখার নির্দেশ রয়েছে রাজ্য সরকারের।

বিষন্ন ভরা মনে আবারও এক বছরের অপেক্ষায় দিন কাটানো শুরু আপামর বঙ্গবাসীর।

Previous articleHappy Bhai Phota 2022: যমের দুয়ারে পড়ল কাঁটা…! ভাইফোঁটায় পাঠান শুভেচ্ছাবার্তা
Next articleFestival: ভাইফোঁটাতে বনগাঁয় প্রতিযোগিতা চলছে ট্র্যাডিশনাল বনাম থিম মিষ্টির, পাল্লা দিয়ে লড়ছে গজা ও মিহিদানা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here