অপির্তা বনিক, বনগাঁ: দুপুর দেড়টা গড়াতেই আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি নামল কলকাতার পাশাপাশি শহর বনগাঁতেও৷ (Bangaon Rain)। সেই সঙ্গে মেঘের গুরু গর্জন। শুক্রবার সকাল থেকেই আকাশে ছিল সূর্যের তেজ। কাঠফাটা রোদে বাড়ছিল শহরের তাপমাত্রা। কিন্তু বেলা বাড়তেই সেই ছবি হাওয়া হয়ে গেল। সূর্য ডুব মারল মেঘের আড়ালে। তার পরই বৃষ্টি নামে শহরে।
শুধু বনগাঁ নয়, দক্ষিণবঙ্গের একাধিক একাধিক জেলাতেই বৃষ্টি শুরু হয়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী রবিবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি সহ দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানায়। দেখুন ভিডিও
হাওয়া অফিস সূত্রের খবর,পুজোর সময়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই খবর সত্যি হল এদিন বিশ্বকর্মা পুজোর আগের সকালেই প্রবল বৃষ্টিতে ভিজল শহর ও শহরতলি ৷ এদিন সেভাবে আকাশে দেখা মেলেনি কোন ঘুড়ির ৷ তবে আনন্দ প্রিয় বাঙালি পুজোর কেনাকাটি জারি রেখেছে বৃষ্টিকে উপেক্ষা করেই৷ শরৎ-এর আকাশ মেঘেদের দখলে চলে গেলেও , মেঘ ভাঙা বৃষ্টি মাথায় হুজুকে বাঙালি দখল নিল বিভিন্ন শপিং মল৷