Ballot : ব্যালট পেপারই গিলে খেয়ে ফেললেন তৃণমূল প্রার্থী ! পরাজয়ের গ্লানি ঢাকতে এমন ঘটনায় তোলপাড় হাবরা

0
589

দেশের সময়, হাবরা: আগামী পাঁচ বছর গ্রামের নিয়ন্ত্রণ নাগাল থেকে বেরিয়ে যাচ্ছে দেখে চার-চারটে ব্যালট পেপার খেয়ে ফেললেন তৃণমূল প্রার্থী। এমনই অভিযোগ সিপিএমের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবরায়।

যাকে বলে হাড্ডাহাড্ডি লড়াই। চার ভোটের ব্যবধানে সিপিএম প্রার্থীর কাছে হেরে গিয়েছেন তৃণমূলের প্রার্থী প্রেস্টিজিয়াস ম্যাটার। ফের রি-কাউন্ট। তাতেও ফল একই। পরাজিত প্রার্থীর দাবি মেনে, ফের গণনা শুরু হল। মাত্র চারটি ব্যালট গোনা বাকি। ফল একই হতে চলেছে আন্দাজ করে এরপরই টেবিলে থাকা বাকি চারটি ব্যালটকে ছিনিয়ে নিয়ে মুখে পুড়ে খেয়ে ফেলার অভিযোগ উঠল শাসকদলের প্রার্থীর বিরুদ্ধে। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান সকলেই। উত্তর ২৪ পরগণার হাবড়ার ২ নম্বর ব্লকের ভুরুকুন্ডা গ্রাম পঞ্চায়েত এলাকার একত্রিশ নম্বর বুথের ঘটনা। বিষয়টি প্রকাশ্যে আসতেই রীতমতো হইচই পড়ে গিয়েছে এলাকায়।

সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার বলেন, চারটি ভোটে আমি জিতেছিলাম। পুনর্গণনাতেও একই ফল দেখা যায়। দ্বিতীয়বারও বোঝা যাচ্ছিল, ফল আমারই অনুকুলে যাবে। তাই নিজের পরাজয় রুখতে তৃণমূল প্রার্থী টেবিলে থাকা শেষের চারটে ব্যালট খেয়ে নেয়। বিষয়টির সাক্ষী রয়েছেন ভোট কর্মীরাও।

বামেদের অভিযোগ, ব্যালট খেয়ে নেওয়ার এমন কাণ্ডের পর তৃণমূলের তরফে আবার নতুন করে ভোট গণনার দাবি করা হয়। পরে আবার ভোট গণনা হওয়ার পর, জিতে যান তৃণমূল প্রার্থী মহাদেব মাটি। দ্বিতীয়বার গণনার পর, সিপিএম প্রার্থীকে ৪৪ ভোটে হারিয়েছেন তিনি। আর এই ঘটনা নিয়েই ভোটগণনা কেন্দ্রের বাইরে বেরিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার। তাঁর বক্তব্য, একবারই গণনা হয়েছিল। চাইলে তৃণমূল প্রার্থী পুনরায় গণনার দাবি করতে পারতেন। কিন্তু তা না করে, তৃণমূল প্রার্থী ঘরে ঢুকে বাম প্রার্থীর ব্যালটের অংশ থেকে এক বান্ডিল ব্যালট তুলে নেন। অর্থেক চিবিয়ে চিবিয়ে খেয়ে নেন, তারপর বাকি অর্ধেক ফেলে দেন।

বস্তুত, ব্যালট পেপারকে কেন্দ্র করে এদিনই সামনে এসেছে একাধিক ঘটনা। কোচবিহারে ব্যালট পেপারে কালি ছেটানোর অভিযোগে গ্রেফতার শাসকদলের প্রার্থী। পূর্ব বর্ধমানে আবার দু’তাড়া ব্যালট নিয়ে পালানোর চেষ্টার অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে গ্রেফতার শাসকদলেরই আরেক প্রার্থী। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি তাঁকে বিজয়ী হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন সিপিএম প্রার্থী। যদিও অভিযোগ উড়িয়ে তৃণমূল প্রার্থী মহাদেব মাটির দাবি, ব্যালট পেপার গিলে ফেলার অভিযোগ ঠিক নয়।

Previous articlePANCHAYAT ELECTION RESULTS 2023 : গণনা ঘিরে রণক্ষেত্র বনগাঁ: দেখুন ভিডিও
Next articleGovernor CV Ananda Bose: ‘আমাদের দুটো শিক্ষা দিল এই নির্বাচন – হিংসা আর দুর্নীতি’, বাংলার এই দুই শত্রুর স বিরুদ্ধে ‘ধর্মযুদ্ধ’ ঘোষণা রাজ্যপালের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here