Baidyanath Chakraborty: বিশিষ্ট চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তীর প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

0
545

দেশের সময় ওয়েবডেস্কঃ প্রয়াত বিশিষ্ট চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তী।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

শুক্রবার নববর্ষের দিন বিধাননগরে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দেশে আইভিএফ বা কৃত্রিমভাবে প্রজননের চিকিৎসা এবং গবেষণার ক্ষেত্রে তিনি ছিলেন অগ্রগণ্য। বিশিষ্ট এই চিকিৎসকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চিকিৎসক মহলে।

শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শোকবার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘‌বিশিষ্ট চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তীর মৃত্যুতে আমি গভীর শোকপ্রকাশ করছি। তিনি আজ কলকাতায় প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৯৪ বছর। তাঁর মৃত্যুতে চিকিৎসা ও গবেষণা জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি ডা: বৈদ্যনাথ চক্রবর্তীর আত্মীয়–পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’‌  

বিশিষ্ট এই চিকিৎসক বেশ কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ছিল বার্ধক্যজনিত সমস্যাও। গত বছর কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি।  চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তী ছিলেন নি:সন্তান দম্পতিদের কাছে আশার আলো।

তাঁর কাছে চিকিৎসা করিয়ে বহু দম্পতি সন্তান সুখ লাভ করেছেন। প্রতিষ্ঠা করেছেন ইনস্টিটিউট অফ রিপ্রোডাক্টিভ মেডিসিন। রাজ্য সরকার তাঁকে ২০১৯ সালে ’‌বিশিষ্ট চিকিৎসা সম্মান’‌ (লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড)–এ ভূষিত করে।

Previous articleBENGALI NEW YEAR: বাংলা নববর্ষে বনগাঁয় ইছামতি নদী বরণ! ইলিশ উৎসবে মাতল স্থানীয় বাসিন্দারা
Next articleBy-Elections Update: রাজ্যে উপনির্বাচনের দুই কেন্দ্রেই এগিয়ে তৃণমূল, বালিগঞ্জে চতুর্থ স্থানে বিজেপি!‌ আসানসোলও দখল করবে তৃণমূল?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here