BagdaNews:বাগদায় ছাত্রীদের সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

0
506

দেশের সময় ওয়েবডেস্কঃ ছাত্রীদের সঙ্গে অশালীন ব্যবহার করার অভিযোগ। বাগদা রামনগর কলোনি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কীর্তিকলাপ ঘিরে ধুন্ধুমার বিদ্যালয় চত্বর। অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে অভিযুক্ত প্রধান শিক্ষককে মারধর করে অভিভাবকরা। আহত অবস্থায় প্রধান শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায় বাগদা থানার পুলিশ । পুলিশ গোটা ঘটনার তদন্ত করে দেখছে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের রামনগর কলোনি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিরন বালার বিরুদ্ধে ছাত্রীদের বিরুদ্ধে অশালীন ব্যবহারের অভিযোগ তোলা হয়। অভিভাবকদের অভিযোগ, তিনি ছাত্রীদের সঙ্গে অশালীন ব্যবহার করতেন দিনের পর দিন।

এমনকি অশ্লীল ভিডিও বানানোর জন্য প্রস্তাব দেয় ছাত্রীদের। এক ছাত্রী শিক্ষকের এই কুকীর্তি সম্পর্কে অভিভাবকদের জানাতেই অভিভাবক সহ স্থানীয়রা সরব হয় স্কুলে এসে। মঙ্গলবার স্কুল খুলতেই ক্ষুব্ধ গ্রামের বাসিন্দরা সমিরন বালাকে ঘিরে বিক্ষোভ দেখায়। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্বন্ধে তার কাছে জানতে চাওয়া হয়। অভিযুক্ত শিক্ষক কিছু বলতে অস্বীকার করায় শুরু মারধর করা হয়।

স্থানীয় বাসিন্দারা বাগদা থানার পুলিশকে খবর দেয়। স্কুলের এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুতে আসে বাগদা থানার পুলিশ। পরবর্তীতে আহত প্রধান শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায় বাগদা থানার পুলিশ ৷ পুলিশ গোটা ঘটনার তদন্ত করে দেখছে। শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।

Previous articleAnubrata Mondal: অন্য রাজ্যে নিয়ে যেতে চায় সিবিআই,কেষ্ট বললেন, ‘বললেই হয়ে যাবে নাকি’? আদালতে পেশের আগে আত্মবিশ্বাসী অনুব্রত !
Next articleBypoll Results: বনগাঁ ও আসানসোলের উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here