
বাগদা : শুক্রবার দোলের দিন বাগদার পঞ্চায়েত প্রধান সঞ্জিত সর্দার ও তার অনুগামীদের আক্রোশের মুখে ব্যবসায়ী পরিবার। দোকান ভাংচুরের পাশাপাশি ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সহ শিশু ও পরিবারের লোকদেরকেও মারধর করার অভিযোগ ওঠেযোগ উঠল তৃণমূল প্রধান সহ তার অনুগামীদের বিরুদ্ধে। দেখুন ভিডিও
অভিযোগ অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি দোকান ভাঙচুর করার পর, প্রাণে মারার হুমকিও দেওয়া হয়। দোকানে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টাও করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনার মুহূর্তের ছবি মোবাইল বন্দী করা হয় নির্যাতিত ব্যবসায়িক পরিবারে তরফে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগদা থানা নতুন বাজার কিষাণ মান্ডি এলাকায় ব্যবসায়ী রাজু বিশ্বাস, বছর ৩২ এর স্ত্রী মুনমুন বিশ্বাস ৯ মাসের অন্তঃসত্ত্বা। তাদের আসবাবপত্রের দোকানে প্রতিদিনই সময় অসময়ে এসে আড্ডার আসর বসাতেন বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ শাসকদলের অনুগামীরা। তবে দোলের দিন থাকায় ব্যবসা বন্ধ রাখেন ওই ব্যবসায়ী। এতেই বচসার সূত্রপাত। প্রথমে পরস্পরের মধ্যে কথা কাটাকাটি হলেও, পরবর্তীতে শাসকদলের অনুগামীরা চড়াও হন ওই ব্যবসায়ী সহ তার পরিবারের উপর।
ব্যবসায়ী রাজিব বিশ্বাসের কথায়, ওরা আমাকে ভয় দেখাছে। বলেছে বাড়িতে বোমা ছুঁড়বে । জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করছি । আমার অন্তঃসত্তা স্ত্রীকে আঘাত করেছে । দোকানে ভাঙচুর চালিয়েছে । আমরা আতঙ্কের মধ্যে আছি ।
যদিও রাজিব বিশ্বাসের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ এনেছে স্থানীয় আহত প্রতিবন্ধী যুবক মন্টু চক্রবর্তী । তিনি বলেন দোল খেলছিলাম। রাজিব ওরফে ভোলা বিশ্বাসের দোকানের সামনে আসার সময় উনি মারধোর করে । আমি নিজের চিকিৎসা করিয়ে থানায় অভিযোগ জানিয়েছি ।
এ বিষয়ে প্রধান কোন বক্তব্য না দিলেও অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা কার্তিক বলেন আমরা গন্ডগোল হচ্ছে খবর পেয়ে যাই । প্রধান সেখানে উপস্থিত ছিলই না । ভিত্তিহীন অভিযোগ করছে । রাজিবই এক প্রতিবন্ধী ছেলেকে মারধর করেছে মদ্যপ অবস্থায়। ঘটনায় এলাকায় চাঞ্চল ছড়ায়। গোটা ঘটনার কথা জানিয়ে বাগদা থানায় পঞ্চায়েত প্রধান সহ অভিযুক্তদের নামে লিখিত অভিযোগ করা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে বাগদা থানার পুলিশ।