Bagda Gold Recover: বাগদা সীমান্তে ১০ কোটি টাকার সোনা পাচারের চেষ্টা রুখে দিল বিএসএফ

0
271

দেশের সময় বাগদা: নিত্যদিন চোরাচালানকারীদের হাতেনাতে ধরে ফেলেন বিএসএফ জওয়ানরা। এবারও তার অন্যথা হল না। উত্তর ২৪ পরগনার বাগদায় ১৬ কেজি ৭০ গ্রাম বিদেশি সোনা উদ্ধার করেন তাঁরা। যার আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ২৫ লক্ষ টাকা।

বিএসএফ সূত্রে খবর, বাগদার সীমাচৌকি এলাকার ৬৮ ব্যাটালিয়নের জওয়ানদের কাছে আগে থেকেই খবর ছিল বর্ডার এলাকায় চোরাচালান ঘটতে চলেছে। সেই মতো আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলেন তাঁরা। এরপর রবিবার সকালে রাস্তার পাশে দু’টি দল সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করেছিল। সঙ্গে একটি বাইকও ছিল। এরপর বাইক আরোহী কাছে এলে জওয়ানরা তাঁকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তখনই জওয়ানদের বুঝতে বাকি থাকে না কিছুই।

ওই ব্যক্তিকে তল্লাশি করতেই দেখা যায় তাঁর কোমরে বাঁধা কাপড়ের বেল্টের ভিতর থেকে ১৭টি সোনা। জওয়ানরা সোনা বাজেয়াপ্ত করার পাশাপাশি বাইক চালককেও গ্রেফতার করে। বিএসএফ সূত্রে খবর, অভিযুক্তের নাম আজর মণ্ডল। তাঁর বাড়ি সীমান্তবর্তী রাজকোল গ্রাম এলাকায়।

অভিযুক্ত ব্যক্তি জিজ্ঞাসাবাদের সময় জওয়ানদের জানায়, তিনি একজন দরিদ্র ব্যক্তি। ফুল চাষ করাই তাঁর পেশা। তবে গত ছ’মাস এই পাচারের সঙ্গে জড়িত। সোনা পাচার নিয়ে বলতে গিয়ে আজর জানান, ওই ব্যক্তি বাংলাদেশের মাটিলা গ্রামের বাসিন্দা আলম মণ্ডল নামে এক ব্যক্তির কাছ থেকে এই জিনিসগুলি নিয়েছিল। সোনার বার বনগাঁর এক পাচারকারীকে হস্তান্তর করতে যাচ্ছিল। কিন্তু পথে তল্লাশির সময় সীমান্ত নিরাপত্তা বাহিনীর জওয়ানরা সোনা সহ তাঁকে আটক করে।

Previous articleED Investigation : আটা-চাল কল থেকে রাতারাতি সল্টলেকের হোটেলের মালিক! রেশন দুর্নীতিতে ইডির হানা বনগাঁয়
Next articleJewellers:ইছামতির শহর বনগাঁয় নিউ সিংহ জুয়েলার্সের সোনার গহনার নতুন শোরুম উদ্বোধন হল রবিবার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here