Bagda Gang Rape: বাংলাদেশি তরুণীকে গণধর্ষণ, বাগদার দুই যুবকের ২০ বছর কারাদণ্ডের নির্দেশ আদালতের

0
766

দেশের সময় ওয়েবডেস্কঃ বাংলাদেশি তরুণীকে গণধর্ষণের অভিযোগে উত্তর ২৪ পরগনার বাগদার অভিযুক্ত দুই যুবককে ২০ বছরের জেলের সাজা দিল  বনগাঁ মহকুমা অতিরিক্ত দায়রা আদালত শনিবার এই সাজা শোনান বিচারক শান্তনু মুখোপাধ্যায়।

সরকারি আইনজীবী অশোক প্রামাণিক বলেন, “২০২১ সালের ১৫ সেপ্টেম্বর বাগদা থানার হরিহরপুর এলাকায় এক বাংলাদেশি তরুণীকে গণধর্ষণের ঘটনা ঘটে । অভিযুক্ত শরিফুল মল্লিক ও মহসিন বিশ্বাস নামের দুই যুবককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছিল বাগদা থানার পুলিশ। এতদিন তাদের জেলে রেখে বিচার প্রক্রিয়া চলছিল। এদিন বিচারক তাদের ২০ বছরের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা করে জরিমানা ধার্য করেছেন। পাশাপাশি তরুণীকে আটকে রাখার মামলায় তাদের আরও ছ’মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযুক্তদের পক্ষের আইনজীবী জানিয়েছেন,  “আমার মক্কেলদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছিল। কিন্তু পকসো ধারা থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে । গণধর্ষণের মামলায় তাদের বিরুদ্ধে সাজা শোনানো হয়েছে । এই রায়কে চ্যালেঞ্জ করে আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হব।”

Previous articleJamai Sasthi 2022: জামাই ষষ্ঠী-তে চন্দ্রচুঁড় দই আর কাঁচাগোল্লা অপরিহার্য বনগাঁয়
Next articleSherdil The Pilibhit Saga: ‘শেরদিল: দ্য পিলভিড সাগা’র ট্রেলারেই চমক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here